Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

র‌্যাবের অভিযানে জেএমবি’র ২ সক্রিয় সদস্য গ্রেফতার


৩১ জানুয়ারি ২০২০ ০৯:২৫

বরিশাল: বরিশালে র‌্যাবের অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) দাওয়াতি শাখার দুই সক্রিয় সদস্যকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-৮ সদর দফতর বরিশাল।

আটক দুই জেএমবি সদস্য হলেন— মো. লাবু হোসেন (২৩) ও মো. আবু বক্কর সিদ্দিক (৩০)। এর মধ্যে লাবু লালমনিরহাট জেলার পাটগ্রাম থানা এলাকার বুড়িমারী ইউনিয়নের মো. আবুল কালামের ছেলে। আর আবু বক্কর একই জেলার কালিগঞ্জ থানার ভোটমারী ইউনিয়নের মোবারক হোসেনের ছেলে।

প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জেএমবি’র দুই সদস্যকে আটক করা হয়েছে। এর মধ্যে লাবু প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি জেএমবি’র দাওয়াতি শাখার একজন সক্রিয় সদস্য। শীর্ষ জেএমবি সদস্যদের সান্নিধ্যে জেএমবি কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে দাওয়াতি কাজ পরিচালনার জন্য লালমনিরহাট ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করে থাকেন তিনি। বর্তমানে তার নিজের পেশার আড়ালে ছদ্মবেশে উগ্রপন্থী কর্মকাণ্ড নতুনভাবে দেশব্যাপী গুছিয়ে আনতে পরিকল্পনা অনুযায়ী কাজ করছেন।

র‌্যাব আরও জানিয়েছে, আটক আবু বক্করও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেএমবি’র দাওয়াতি শাখার সক্রিয় সদস্য হিসেবে নিজের পরিচয় স্বীকার করেছেন। তিনিও লাবুর মতোই দাওয়াতি কাজ পরিচালনার জন্য লালমনিরহাট ও ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করেন এবং উগ্রপন্থী কর্মকাণ্ড নতুনভাবে দেশব্যাপী ছড়িয়ে দিতে কাজ করেন।

বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, আটক দু’জনের বিরুদ্ধে বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তাদর অন্য সহযোগীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব তৎপর রয়েছে।

বিজ্ঞাপন

জেএমবি র‍্যাব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর