Sunday 24 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা উন্নতির পথে: চিকিৎসক


৩১ জানুয়ারি ২০২০ ১৭:৪০

ফাইল ছবি

ঢাকা: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের শারীরিক অবস্থা এখন উন্নতির পথে। কিছুক্ষণ আগে তিনি স্যুপ খেয়েছেন। তার চিকিৎসায় ১১ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওবায়দুল কাদের। তার চিকিৎসায় নিয়োজিত মেডিকেল বোর্ডের সদস্যরা হলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিসিন বিভাগের সাবেক ডিন অধ্যাপক ডা. এ বি এম আবদুল্লাহ ও বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া।

বিজ্ঞাপন

আরও পড়ুন: হঠাৎ অসুস্থ ওবায়দুল কাদের, হাসপাতালে ভর্তি

ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থার পরিপ্রেক্ষিতে অধ্যাপক ডা. এস এম মুস্তফা জামান বলেন, ‘ওবায়দুল কাদের চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সার্বক্ষণিকভাবে খোঁজখবর রাখছেন। হাসপাতালেও যেন বেশি মানুষ প্রবেশ না করেন সে বিষয়েও নির্দেশনা দিয়েছেন।’

আরও পড়ুন:  ‘ওবায়দুল কাদেরকে নিয়ে আতঙ্কিত হওয়ার কারণ নেই’

ডা. মুস্তফা জামান আরও বলেন, ‘ওবায়দুল কাদের সকালে যে অবস্থায় এসেছিলেন, সে অবস্থার উন্নতি হয়েছে। আশা করি, এ অবস্থার আরও উন্নতি হবে। তবে যেহেতু উনি এর আগে একবার হার্ট অ্যাটাক করেছিলেন তাই আমরা উনাকে অবজারভেশনে রাখছি। আশা করছি, উনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।’

আওয়ামী লীগ ওবায়দুল কাদের বিএসএমএমইউ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর