Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁর মহদেবপুরে বৃদ্ধার মরদেহ উদ্ধার


৩১ জানুয়ারি ২০২০ ১৯:২২

নওগাঁ: নওগাঁর মহদেবপুরে অজ্ঞাতনামা এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে উপজেলার নওগাঁ-নজিপুর মহাসড়কের মোন্নাকুড়ি মোড় এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বৃদ্ধার আনুমানিক বয়স ৫৫ বছর বলে ধারণা করা হচ্ছে।

পুলিশ জানায়, সকালে স্থানীয় লোকজন রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তার মৃত্যু সড়ক দুর্ঘটনায় হতে পারে। উদ্ধারের সময় রক্তাক্ত অবস্থায় মৃতদেহ পাওয়া যায়।

বিজ্ঞাপন

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল সত্যতা নিশ্চিত করে জানান ,মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি।

নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর