Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে পাচারকালে সীমান্ত থেকে দেড় কোটি টাকার স্বর্ণ জব্দ


১ ফেব্রুয়ারি ২০২০ ০১:২৭

সাতক্ষীরা: ভারতে পাচারকালে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষ্মীদাঁড়ি সীমান্ত থেকে ২ কেজি ৩৫০ গ্রাম ওজনের ২৭৪ ভরি স্বর্ণ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শুক্রবার (৩১ জানুয়ারি) বিকালে সীমান্তের লক্ষ্মীদাঁড়ি বেড়িবাঁধের ওপর থেকে এসব স্বর্ণ জব্দ করা হয়।

জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকা। তবে, বিজিবি এ সময় কোনো চোরাকারবারীকে আটক করতে সক্ষম হননি।

বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার হারুন অর রশীদ জানান, ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষীদাঁড়ি সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের একটি বড় চালান পাচার করা হচ্ছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহলদল লক্ষিদাঁড়ি পাকা রাস্তার ওপর অভিযান চালায়। এ সময় একজন সন্দেহভাজন ব্যক্তিকে ঘোরাফেরা করতে দেখা যায়। তাকে চ্যালেঞ্জ করা হলে সে একটি প্যাকেট ফেলে দ্রুত পালিয়ে যায়।

পরে ওই প্যাকেট থেকে ২ কেজি ৩৫০ গ্রাম (২৭৪ ভরি) স্বর্ণ জব্দ করা হয়। জব্দ করা স্বর্ণের মধ্যে রয়েছে ১৪টি ছোট-বড় বার, ২২ টিসোনার চেইন ও ৬টি স্বর্ণের চেইনের টুকরো। জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য ১ কোটি ৪৭ লাখ ৯৬ হাজার টাকা বলেও জানান তিনি।

সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম মহিউদ্দীন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

লক্ষ্মীদাঁড়ি সীমান্ত


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর