১২টা পর্যন্ত ভোট ১০ শতাংশ
১ ফেব্রুয়ারি ২০২০ ১২:৪৪
ঢাকা: শনিবার (১ জানুয়ারি) সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চার ঘণ্টায় রাজধানীর কেন্দ্রগুলোতে ১০ শতাংশের বেশি ভোট পড়েনি। এই সময়ের মধ্যে পাওয়া খবরে দেখা যাচ্ছে, বেশিরভাগ কেন্দ্রেই যে ভোট পড়েছে তা ১০ শতাংশের বেশি নয়।
ঢাকার বিভিন্ন স্থানে অবস্থান করা সারাবাংলার প্রতিনিধিরা প্রিসাইডিং অফিসারদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানিয়েছেন।
এরমধ্যে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের প্রিজাইডিং অফিসার মো. মাসুদ রানা সারাবাংলাকে বলেন, দুপুর ১২টা নাগাদ ১০ শতাংশ ভোট পড়েছে।
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে ১০ শতাংশের কিছু বেশি ভোট গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং অফিসার সৈয়দ মাহমুদ হোসেন।
গোপী বাগের আর কে মিশন রোডের শহীদ শাজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মেজবাহুল ইসলাম বলেন, বেলা ১২ নাগাদ ১০ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রের মোট ভোটার ১ হাজার ৬০০ জন।
মগবাজারের ইস্পাহানী উচ্চবিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার শামছুদ্দিন আহমেদ সারাবাংলাকে বলেন, দুপুর ১২টা পর্যন্ত তার কেন্দ্রে ৬ দশমিক ৭ শতাংশ ভোট পড়েছে। এই কেন্দ্রের ১ হাজার ৭৭০ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ১১৮ জন।
সিটি কলেজ প্রিজাইডিং অফিসার আলমগীর কবির জানান, এই কলেজের দুইটি কেন্দ্রের মধ্যে এক নম্বর কেন্দ্রে বেলা ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৯ শতাংশ। অর্থাৎ ভোট দিয়েছেন ২৫০ জন ভোটার। তিন নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার সৌমিত্র সরদার জানান, বেলা ১২টা পর্যন্ত এখানে ভোট পড়েছে ৭৩, মোট ভোটার সংখ্যা ২ হাজার ৪১৮ জন। শতাংশের হিসেবে এটি মাত্র ৩।
ভোটার কম আসার কারণেই ভোট কম পড়েছে বলে জানান এই দুই কর্মকর্তা।
গেন্ডারিয়ার ফরিদাবাদের ৬৯১ নম্বর কেন্দ্রের ১ হাজার ৫৬৪ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ১২৬ জন, শতাংশের হিসেবে যা ৮। ৬৯৩ নম্বর কেন্দ্রের মোট ভোটার ১ হাজার ৫০। ভোট দিয়েছেন ৬৩ জন বা ৬ শতাংশ।
মিরপুরের এসওএস হারম্যান মেইনর কলেজের ১২২ নম্বর কেন্দ্রে সবমিলিয়ে ২০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা ইসমাইল হোসেন।
নাখালপাড়ার হাজী মরন আলী ইসলামিয়া মাদ্রাসার ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মানসুর হক বলেন, ২ হাজার ২১৭ ভোটের মধ্যে দুপুর ১২ টা পর্যন্ত ২৬৫ ভোট পড়েছে। কেন্দ্রটিতে ভোট পড়ার হার ১২ শতাংশ।