Tuesday 13 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক মিথুন মাহফুজ আর নেই


১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৩

ঢাকা: দৈনিক আমাদের সময় পত্রিকার সিনিয়র রিপোর্টার মাহফুজুর রহমান (মিথুন মাহফুজ) আর নেই। হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মৃত্যুবরণ করেছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে নয়টার দিকে রাজধানীর বারডেম হাসপাতালে তার মৃত্যু হয়। মিথুন মাহফুজের সহকর্মী আবু আলী সারাবাংলাকে তথ্যটি নিশ্চিত করেছেন।

আবু আলী জানান, মিথুন মাহফুজের উচ্চরক্তচাপ ও ডায়বেটিস ছিল। সকালে হঠাৎ করেই তার সুগার লেভেল ফল করে। এরপর পরিস্থিতি খারাপের দিকে গেলে তার ছোট ভাই রিপন তাকে রাজধানীর বারডেম হাসপাতালে নিয়ে যায়। বারডেমে যাওয়ার পর সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আবু আলী আরও জানান, মিথুন মাহফুজের প্রথম জানাজা নামাজ দুপুর সাড়ে ১২টার দিকে তার কর্মস্থল দৈনিক আমাদের সময়-এ অনুষ্ঠিত হয়। বাদ যোহর তার দ্বিতীয় জানাজা নামাজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর সেখান থেকে মিথুনের মরদেহ নিয়ে খুলনার পাইকগাছার উদ্দেশে রওনা দেবে তার স্বজনরা। পাইকগাছায় তার তৃতীয় জানাজা শেষে তাকে দাফন করা হবে।

এদিকে মিথুন মাহফুহজের মৃত্যুতে তার কর্মস্থলসহ সহকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আমাদের সময় মিথুন মাহফুজ মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর