Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

উহান থেকে আনা হবে না পাকিস্তানিদের


১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১১ | আপডেট: ১ ফেব্রুয়ারি ২০২০ ১৬:১৪

করোনাভাইরাস আতঙ্কে চীনের উহান থেকে বিভিন্ন দেশের নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হচ্ছে। তবে পাকিস্তান জানিয়েছে, উহান থেকে তাদের প্রায় ৮০০ নাগরিককে দেশে ফিরিয়ে আনার কোনো পরিকল্পনা নেই।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) পাকিস্তানের একজন শীর্ষ সরকারি কর্মকর্তা এ কথা নিশ্চিত করেছেন বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পাকিস্তানের প্রধানমন্ত্রী দফতরের বিশেষ স্বাস্থ্য সহকারী ডক্টর জাফর মির্জা জানান, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপারিশ মোতাবেক পাকিস্তানিদের ফেরত না আনার সিদ্ধান্ত নিয়েছেন তারা। বন্ধুপ্রতীম রাষ্ট্র চীনের স্বার্থ বিবেচনায় এমনটি করা হচ্ছে বলে জানান তিনি।

জাফর মির্জা বলেন, এই অঞ্চল ও বিশ্বের বৃহত্তর কথা চিন্তা করে পাকিস্তান তার নাগরিকদের সরিয়ে আনবে না। চীনের এই ভাবনাটাই আমরা বাস্তবায়ন করছি। যা দেশটির সঙ্গে সংহতি প্রকাশ।

উহান শহরের ৩০টির বেশি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৮ শ পাকিস্তানি শিক্ষার্থী রয়েছেন। তারা এর আগেও, চীনের পাকিস্তান দূতাবাসে অনুরোধ করেছেন যাতে তাদের দেশে ফিরিয়ে নেওয়া হয়। চীনে এখন পর্যন্ত ২৫৯ জন ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

উহান চীন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর