Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের দিন পরিবর্তন ও ছুটির কারণে ভোটার সংখ্যা কম: আমু


১ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৯

ঢাকা: হঠাৎ করে ভোটের দিন পরিবর্তন ও পর পর কয়েক দিন সরকারি ছুটি থাকায় ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটার সংখ্যা কম হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু।

শনিবার (১ ফ্রেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আমু বলেন, ‘হঠাৎ করে ভোটের দিন পরিবর্তন ও পর পর কয়েক দিন বন্ধ থাকার কারণে অনেক ভোটার যারা মফস্বলে থাকেন, তারা বাড়ি চলে গেছেন। তার জন্য হয়তো তারা আসতে পারেননি। এছাড়া যানবাহনের যেহেতু অসুবিধা ছিল, অনেকে অসুস্থ থাকায় হয়তো রিকশায় চলাচল করতে অস্বস্তিবোধ করেছেন। আমাদের ধারণা এ কারণে হয়তো তারা আসতে পারেননি। আমাদের অনেকেই ভোটার আনতে গিয়ে দেখেছেন, ভোটাররা আসছে আসছে বলে আর আসছে না। তারপরও কেন আসেনি সেটা তাদের ব্যাপার।’

এসময় সিটি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ হয়েছে দাবি করে বলেন, ‘নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা অনেক অভিযোগ করেছিল, অনেক কাল্পনিক কথা বলেছিল। কিন্তু আজ প্রমাণিত হয়েছে যে, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পেরেছে। সবাই সুষ্ঠুভাবে ভোট দিয়েছে। ভোটাররা কেউ বাধাপ্রাপ্ত হয়নি। কোনো এজেন্ট বের করে দেওয়া হয়নি, সব এজেন্ট সব জায়গায় ছিল। আর এটা পার্লামেন্ট ইলেকশন নয় যে, দুজন প্রার্থীর সব এজেন্ট থাকবে, অন্য প্রার্থীদের ও এজেন্ট ছিল।’

নির্বাচনে বিএনপি আত্মগোপন করেছে অভিযোগ করে আওয়ামী লীগের এই প্রবীণ নেতা বলেন, ‘ভোটের দিন মাঠে থাকার কথা বলে বিএনপি আত্মগোপন করেছে। তারা সবকিছু প্রতিহত করবেন, কেন্দ্র পাহারা দেবেন, ভোট রক্ষা করবেন, কতকিছুই বলেছিল। কিন্তু আজকে তাদের দেখা যায়নি কেন? তার মানে তারা তাদের এই কথাগুলো প্রমাণ করতে পারবেন না বলেই আজকে আত্মগোপন করেছে।’

ইভিএমে নির্বাচন পদ্ধতি নিয়ে তিনি বলেন, ‘ইভিএমের মাধ্যমে কোনো কারচুপি হয়নি, সেটা আজ প্রমাণিত হলো। ইভিএম সম্পর্কে যে আতঙ্ক সৃষ্টি করা হয়েছিল, আজকে অংশগ্রহণ করার মাধ্যমে সে আতঙ্ক দূর হয়েছে। জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন ও নির্দেশনার প্রতি আস্থা রেখেছে।’

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক ও সংসদ সদস্য মোফাজ্জল হোসেন মায়াসহ অনেকে।


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর