দক্ষিণের নতুন মেয়র তাপস, উত্তরে থাকলেন আতিকুলই
২ ফেব্রুয়ারি ২০২০ ০৩:১৭
ঢাকা: উপ-নির্বাচনে বিজয়ী হয়ে মাত্র ৯ মাসের জন্য ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র হয়েছিলেন আতিকুল ইসলাম। একবছর পর ফের নির্বাচনে জিতলেন আওয়ামী লীগের এই প্রার্থী। একইসঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনেও (ডিএসসিসি) জয় পেয়েছে আওয়ামী লীগ। এই সিটিতে নতুন মেয়র নির্বাচিত হয়েছে বঙ্গবন্ধুর দৌহিত্র আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
শনিবার (১ ফেব্রুয়ারি) মধ্যরাতে দুই সিটির রিটার্নিং কর্মকর্তারা ফল ঘোষণা করেন।
দক্ষিণের নতুন মেয়র তাপস
প্রথমে রাত সাড়ে ১২টা ৩৯ মিনিটে ঢাকা দক্ষিণ সিটির রিটার্নিং কর্মকর্তা আব্দুল বাতেন আওয়ামী লীগ প্রার্থী শেখ ফজলে নূর তাপসকে দক্ষিণের মেয়র পদে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন। ডিএসসিসি নির্বাচনে শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৪ লাখ ২৪ হাজার ৫৯৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইশরাক হোসেন ধানের শীষ প্রতীকে পেয়েছেন ২ লাখ ৩৬ হাজার ৫১২ ভোট। অর্থাৎ তাপস তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে এক লাখ ৮৮ হাজার ৮৩ ভোট বেশি পেয়েছেন।
ডিএসসিসি নির্বাচনে মোট ভোট পড়েছে ২৯ শতাংশ।
এরপর, রাত পৌনে তিনটায় ঘোষণা করা হয় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ফল। এই সিটিতে প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী তাবিথ আউয়ালকে ১ লাখ ৮৩ হাজার ৫০ ভোটে হারিয়েছেন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। রাত পৌনে তিনটায় রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে ডিএনসিসি রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কমিশনের (ইসি) যুগ্ম সচিব মো. আবুল কাসেম ডিএনসিসি মেয়র হিসেবে আতিকুল ইসলামকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
উত্তরের মেয়র থাকলেন আতিকুলই
নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ৪ লাখ ৪৭ হাজার ২১১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের তাবিথ আউয়াল পেয়েছেন ২ লাখ ৬৪ হাজার ১৬১ ভোট। রিটার্নিং কর্মকর্তা জানান, ডিএনসিসি নির্বাচনে মোট ভোট পড়েছে ২৫.৩০ শতাংশ।
এর আগে, নির্বাচন কমিশনারদের সঙ্গে শনিবার (১ ফেব্রুয়ারি) বিকেলে বৈঠক পরবর্তী এক অনানুষ্ঠানিক প্রতিক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেন, ঢাকার দুই সিটি করপোরেশনের নির্বাচন, ভালো হয়েছে। আমরা বড় ধরনের কোনো অভিযোগ পাইনি।
আরও পড়ুন:
১ লাখ ৮৩ হাজার ভোটে তাবিথকে হারালেন আতিকুল
এক লাখ ৮৮ হাজার ভোটে ইশরাককে হারালেন তাপস
আতিকুল ইসলাম ঢাকার দুই সিটি নির্বাচন নির্বাচনে জিতলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস