পোশাককর্মী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
২৩ ফেব্রুয়ারি ২০১৮ ১৬:২৮ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৭:৫১
স্টাফ করেসপন্ডেন্ট
রাজধানীর পল্লবীতে এক পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই ঘটনায় দায়ের করা ধর্ষণ মামলায় তিন আসামির মধ্যে দুইজনকে শুক্রবার গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- হানিফ ও আনোয়ার। এছাড়াও সাইফুল নামে এ মামলার আরও একজন আসামি এখনও পলাতক রয়েছেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দাদন ফকির সারাবাংলাকে জানান, বৃহস্পতিবার রাতে মামলাটি হওয়ার পর পুলিশের অভিযান চলছে। এরই পরিপ্রেক্ষিতে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
ভিকটিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
সারাবাংলা/এসআর/একে