ঢাকা: সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আংশিক প্যানেল ঘোষণা করেছে। প্যানেলে সভাপতি পদে থাকছেন সমিতির সাবেক সভাপতি ও বিএনপির ভাইস চেয়ারম্যান জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। আর সম্পাদক পদে থাকছেন ফোরামের আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।
বুধবার (৫ ফেব্রুয়ারি) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে সভাপতি ও সম্পাদক পদে প্রার্থীদের নাম ঘোষণা করেন ফোরামের আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন। এসময় সভাপতি পদে জয়নুল আবেদীন ও সম্পাদক পদে রুহুল কুদ্দুস কাজলের নাম ঘোষণা করেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট ফজলুর রহমান, অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, মাসুদ আহমেদ তালুকদার, ব্যারিস্টার কায়সার কামাল, গাজী কামরুল ইসলাম সজলসহ অন্যরা।