Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক নির্যাতনকারীরা গ্রেফতার না হলে রোববার সচিবালয় ঘেরাও


৫ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৪৫

ঢাকা: সিটি করপোরেশন নির্বাচনে রাজধানীর বিভিন্ন জায়গায় সাংবাদিকদের ওপর হামলা ও হেনস্থাকারীদের শনিবারের (৮ জানুয়ারির) মধ্যে গ্রেফতার করা না হলে রোববার (৯ জানুয়ারি) সচিবালয়ের সামনে বিক্ষোভ ও ঘেরাও কর্মসূচি পালন করা হবে। সেইসঙ্গে জাতীয় প্রেস ক্লাবের সামনে আন্দোলন মঞ্চ তৈরি করা হবে। যেখান থেকে দাবি আদায় না হওয়া পর্যন্ত মঞ্চ ছাড়া হবে না।

বুধবার (৫ জানুয়ারি) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোশিয়েশন (ক্র্যাব) কার্যালয়ের সামনে এক মানববন্ধনে ক্র্যাবের সভাপতি আবুল খায়ের ভূইয়া আন্দোলনের এ কর্মসূচি ঘোষণা করেন।

আবুল খায়ের ভূইয়া বলেন, ‘ওয়ান ইলেভেনের সময় অনেক নেতা ও তাদের পরিবার সাংবাদিকদের দারস্ত হতেন। বাঁচার জন্য কি না করেন নাই। আর এখন ক্ষমতা পেয়ে সেই সাংবাদিকদের ওপরই নির্যাতন চালাচ্ছেন। এরকম বেশিদিন থাকবে না। পুলিশের ওপর হামলা হওয়ার কারণে একজন নবনির্বাচিত কাউন্সিলরকে গ্রেফতার করে কারাগারে পাঠালেন অথচ সাংবাদিক নির্যাতনকারীদের ধরছেন না, এটা ঠিক হচ্ছে না। অবিলম্বে নির্যাতনকারীদের গ্রেফতার করুন। এখন একটি বা দুটি ঘটনায় হামলাকারীদের গ্রেফতার করছেন না, কাল যখন আন্দোলনের মঞ্চ তৈরি হবে সেদিন দাবি উঠবে স্বাধীনতার পর ভোট পর্যন্ত যত নির্যাতন হয়েছে তার সবগুলোকে ধরতে হবে। সেদিন কি করবেন, বুঝে নিন আইজিপি ও কমিশনার সাহেব।’

মানববন্ধন কর্মসূচিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি রফিকুল ইসলাম আজাদ বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলা হওয়ায় নিরাপত্তা নিয়ে আমরা শঙ্কিত, উদ্বেলিত ও আতঙ্কিত। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। সাংবাদিকরা সোচ্চার হয়েছে। ডিআরইউও আগামীকাল প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছে। অবিলম্বের হামলা ও নির্যাতনকারী সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে।’

ডিআরইউয়ের সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা বলেন, ‘দুই মেয়র নির্বাচিত হওয়ার পরও হামলার শিকার সাংবাদিক সুমনকে হাসপাতালে দেখতে যাননি। এ কেমন মেয়র? এমন মেয়রকে চান না ঢাকাবাসী। মেয়র এখন ফুল নিতে ব্যস্ত। ফুল নেবেন নেন, তবে আহত সাংবাদিকদেরও দেখতে যেতে হবে।’

ডিআরইউয়ের সাবেক সেক্রেটারি মোরসালিন নোমানী বলেন, ‘কমিশনার খোকনসহ হামলাকারী তার সাঙ্গপাঙ্গদের অবিলম্বে গ্রেফতার করুন। স্থানীয় সরকার মন্ত্রণালয় খোকনের কমিশনার পদ স্থগিত করুক এটাই আশা করব। আমরা সাদাকে সাদা আর কালোকে কালো বলতে চাই। সেই সুযোগটাই চাই। হামলা মামলা চাই না।’

ক্র্যাবের সাবেক সভাপতি আবু সালেহ আকন বলেন, ‘হামলাকারীদের পক্ষ নিয়ে যারা দালালি করছেন, যারা মিথ্যা প্রমাণ করার চেষ্টা করছেন, তারা মূলত কমিউনিটির সাথে গাদ্দারি করছেন। এসব ছাড়ুন, দালালি বন্ধ করুন। আপনাদেরও পরিণতি খারাপ হবে। সেদিন কাউকে পাশে পাবেন না। হামলাকারীদের গ্রেফতার করা না হলে ঢাকা শহর অচল করে দেওয়া হবে। রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে। কেউ রাস্তায় বের হতে পারবেন না। আমাদের প্রতিপক্ষ ভাববেন না। সাংবাদিকদের গায়ে হাত দেবেন আর আমরা বসে থাকবো তা হবে না।’

মানববন্ধনে ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম-সম্পাদক আকতার হোসেন বলেন, ‘আমার ভাই হাসপাতালের বিছানায় ছটফট করছে তখন পুলিশ ঘুমাচ্ছে। হামলাকারীদের খুঁজে পায় না।’

মানববন্ধন কর্মসূচিতে ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান খান, মাহবুব আলম লাবলু, যুগ্ম-সম্পাদক সাখাওয়াত কাওসার, রংপুর বিভাগ সাংবাদিক সমিতির সভাপতি মোকছুদার রহমান, ডিইউজের সাবেক জনকল্যাণ সম্পাদক মেহেদী হাসানসহ ডিআরইউ, ক্র্যাব ও ডিইউজের সাবেক ও বর্তমান নেতারা বক্তৃতা করেন।

ক্র্যাব ঘেরাও সচিবালয়


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর