Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিনেট রেহাই দিল ট্রাম্পকে


৬ ফেব্রুয়ারি ২০২০ ০৪:৩৯ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ১১:০৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ প্রেসিডেন্ট ট্রাম্পকে অভিশংসিত করলেও উচ্চকক্ষ সিনেট অব্যাহতি দিয়েছে তাকে। তাই এই যাত্রায় ক্ষমতা ছাড়ছেন না ট্রাম্প। হোয়াইট হাউজেই থাকতে পারছেন এই মার্কিন প্রেসিডেন্ট।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সংবাদমাধ্যম বিবিসির খবরে এ তথ্য দেওয়া হয়। ট্রাম্পের ওপর আনা দুটি অভিযোগ সিনেটরদের ভোটে বাতিল হয়ে যায়।

প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতার অপব্যবহার সংক্রান্ত অভিযোগ থেকে মুক্তি পেয়েছেন ৫২-৪৮ ভোটে। এছাড়া, কংগ্রেসকে অমান্য করার অভিযোগ রিপাবলিকান সিনেটররা খারিজ করেছেন ৫৩-৪৭ ভোটে। যদিও গত ১৮ ডিসেম্বর ডেমোক্র্যাট সংখ্যাগরিষ্ঠ হাউজ অব রিপ্রেজেন্টেটিভ ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ দুটি পাস করে। রিপাবলিকান সিনেটর মিট রমনি শুধুমাত্র ট্রাম্পের বিপক্ষে একটি অভিযোগের পক্ষে ভোট দিয়েছেন।

বিজ্ঞাপন

এ বছরই অনুষ্ঠিত হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ট্রাম্পের বিরুদ্ধে লড়ার সম্ভাবনা রয়েছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেনের। অভিযোগ রয়েছে, বাইডেনকে হয়রানি করতে বা বিপদে ফেলতে ট্রাম্প ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনেস্কির আনুকূল্য চেয়েছেন। তা হচ্ছে ইউক্রেনকে প্রতিশ্রুত ৪ শ’ মিলিয়ন ডলারের সামরিক সাহায্য পাসের বিনিময়ে, জেলেনেস্কি যাতে জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে কথিত দুর্নীতির অভিযোগ তদন্ত করে। এ বিষয়ে ফোন কলের কথা ফাঁস হলে ডেমোক্র্যাটরা হাউজ অব রিপ্রেজেন্টেটিভে তদন্ত শুরু করে। ট্রাম্পকে করা হয় অভিশংসিত। তবে ট্রাম্প তার অপরাধ কখনোই স্বীকার করেননি।

অভিশংসন ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

চালু হলো পাঠাও পে
৮ জুলাই ২০২৫ ১৫:০৬

আরো

সম্পর্কিত খবর