Monday 21 Oct 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভুয়া প্রশ্ন ফাঁস ও ফলাফল পরিবর্তন চক্রের ৫ সদস্য গ্রেফতার


৬ ফেব্রুয়ারি ২০২০ ২২:০৮

এসএসসি পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র ফাঁস ও ফলাফল পরিবর্তন চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। নরসিংদী জেলার বেলাবো থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৫টি স্মার্টফোন জব্দ করা হয়। গ্রেফতার প্রত্যেকের বয়স ১৭।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে র‍্যাব-১১ এর উপ-অধিনায়ক স্কোয়াড্রন লিডার রেজাউল হক এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।

তিনি জানান, সকালে ফেসবুকে ভুয়া প্রশ্নপত্র প্রদান ও ফলাফল পরিবর্তনের নামে প্রতারণা করে অর্থ সংগ্রহের সঙ্গে জড়িত থাকায় নরসিংদী জেলার বেলাবো থানার বিভিন্ন এলাকা ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানায়, প্রত্যেকে কলেজের একাদশ শ্রেণীর ছাত্র।

তিনি জানান, চলমান এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে প্রতারণা করে টাকা আদায়ের জন্য কয়েকটি ফেসবুক আইডি খুলে তারা। এসব ফেসবুক আইডি থেকে এসএসসি পরীক্ষার সকল বোর্ডে বিভিন্ন বিভাগের প্রশ্ন দেওয়ার বিজ্ঞাপন দিয়ে পোস্ট দেয় তারা।

এতে অনেক এসএসসি পরীক্ষার্থী প্রলুব্ধ হয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে প্রশ্ন পাওয়ার আশায় বিকাশে টাকা দেয়। তাদের কাছ থেকে জব্দ করা মোবাইলে এ সংক্রান্তে আলামত পাওয়া গেছে।

সংবাদ সম্মেলনে র‍্যাব-১১ এর সহকারী পুলিশ সুপার নাজমুল হাসান ও মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

ভুয়া প্রশ্নপত্র ফাঁস

বিজ্ঞাপন
সর্বশেষ

কঠিন চীবর দান: উৎসবের মহাজাগরণ
২১ অক্টোবর ২০২৪ ১৫:৩০

সম্পর্কিত খবর