শ্রীমঙ্গলে নির্মাণাধীন কালভার্টে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১
৬ ফেব্রুয়ারি ২০২০ ২২:৩৭
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় নির্মাণাধীন একটি কালভার্টে দুর্ঘটনায় একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
স্থানীয়রা জানান, বুধবার (৫ ফেব্রুয়ারি) রাতে উপজেলার রাজঘাট ইউনিয়নের ফিনলে চা কোম্পানির বর্মাছড়া চা বাগানের ৩ নম্বর সেকশনে নির্মাণাধীন একটি কালভার্টের নিচে পড়ে গিয়ে পশ্চিম পাড়ার রবণ কর্মকারের ছেলে সনাতন কর্মকারের মৃত্যু হয়।
খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ বৃহস্পতিবার সকালে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় সনাতন কর্মকার বর্মাছড়ার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন।
যাওয়ার পথে নির্মাণাধীন একটি কালভার্টের সামনে এসে এ দুর্ঘটনার সম্মুখীন হন তিনি। স্থানীয় অনেকেই অভিযোগ করে বলেন,নির্মাণাধীন এই কালভার্টে কোন লাল ঝাণ্ডা বা রাস্তা বন্ধের সর্তকতা না থাকার ফলে সনাতন কর্মকার ভুল করে সরাসরি কালভার্টের দিকে মোটরসাইকেল চালিয়ে গেলে সেতুর রডে বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তিনি।
সকালে সেতুর নির্মাণ শ্রমিকরা কাজে আসলে মোটরসাইকেলসহ আরোহীর লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন।
তার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছালেক সারাবাংলাকে বলেন, নির্মাণাধীন একটি কালভার্টে কোন লাল ঝাণ্ডা বা রাস্তা বন্ধের সর্তকতা না থাকার ফলে সনাতন কর্মকার ভুল করে সরাসরি কালভার্টের দিকে মোটরসাইকেল চালিয়ে গেলে নির্মাণাধীন সেতুর রড বিদ্ধ হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। মৃতদেহের পোস্টমর্টেমের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।