Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সমাবেশ করে খালেদা জিয়ার মুক্তি মিলবে না: হাছান মাহমুদ


৮ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২১

ঢাকা: বিএনপি সমাবেশ করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারবে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেছেন, খালেদা জিয়ার মুক্তি দাবি করে বিএনপি যে সমাবেশ ডেকেছে তা আইন আদালতের প্রতি বৃদ্ধাঙ্গলি প্রদর্শন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ‘বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী ও মুজিববর্ষ’ উপলক্ষে আলোচনা সভায় হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়ার একমাত্র মুক্তির পথ আইনিপ্রক্রিয়া। আদালত থেকে জামিন পেলে নতুবা উচ্চ আদালতের মাধ্যমে খালাস পেলে তার মুক্তি মিলবে।’

সরকারি প্রতিষ্ঠানগুলোর খরচ মেটানো ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ রেখেই উদ্বৃত্ত অর্থ রাষ্ট্রীয় খাতে জমা রাখা সংক্রান্ত আইনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় বিএনপি মহাসচিব ফখরুল ইসলামের কড়া সমালোচনা করেন তথ্যমন্ত্রী।

তিনি বলেন, ‘বিষয়টি না জেনে বা জেনেও মূর্খের মতো সমালোচনা করলে তাদের লজ্জা না লাগলেও আমরা লজ্জা পাই। বিএনপিতে অনেক নেতা আছেন অনেক শিক্ষিত তাদের মুখে এ রকম কথা মানায় না।’

বিএনপির মেশিন বেচার ইতিহাস রয়েছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি তাদের আমলে আদমজী পাটকলসহ দেশের বিভিন্ন কলকারখানা বন্ধ করে সেখানকার মেশিনপত্র কেজি দরে বেচে দিয়েছিল। তাই তাদের নেতারা নির্বাচনে হেরে ইভিএম মেশিন কেজি দরে বেচার কথা বলার ধৃষ্টতা দেখিয়েছেন।’

ইভিএম বিষয়ে তিনি বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে ইভিএম পদ্ধতিতে নির্বাচন করা হয়। আমাদের দেশেও ইভিএম পদ্ধতি নির্বাচন হয়েছে। নির্বাচনে হেরে গিয়ে বিভিন্ন রকম কথা বলে।’

তিনি বলেন, ‘বাংলাদেশ যখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ যখন বিশ্বের সামনে রোল মডেল। তখন যারা পাকিস্তান পার্টি করেছে। যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি। তারা এবং তাদের আশ্রয়-প্রশ্রয় দাতাদের বাংলাদেশের উন্নয়ন সহ্য হচ্ছে না। তারা এখন ষড়যন্ত্রে লিপ্ত।’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি সারাহ বেগম কবরীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দসৈনিক কণ্ঠশিল্পী মো. রফিকুল আলম প্রমুখ।

চেয়ারপারমন টপ নিউজ বিএনপি


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর