Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘মানুষকে এমনভাবে শিক্ষিত করতে হবে যেন তারা উন্নয়নের মর্ম বোঝে’


৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি [ফাইল ছবি]

ঢাকা: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘বাংলাদেশে যে অভূতপূর্ব অগ্রগতি হচ্ছে তা দেশবাসীর কাছে আমাদের তুলে ধরতে হবে। দেশের মানুষকে এমন ভাবে শিক্ষিত করে তুলতে হবে যেন তারা এসব উন্নয়ন কর্মকাণ্ডের মর্ম বুঝতে পারে।’

শনিবার (৮ ফেব্রুয়ারি) খুলনার রূপসায় বঙ্গবন্ধু সরকারি কলেজের ৪৮ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।

বিজ্ঞাপন

চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা ও রূপকল্প-২০৪১ বাস্তবায়নের কোনো বিকল্প নেই উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমাদের কাছে সময় আছে মাত্র এক দশক। এই সময়ের মাঝে কাজে লাগাতে না পারলে আমরা তা চিরদিনের জন্য হারিয়ে ফেলব। এই সুযোগ কাজে লাগাতে সরকার শিক্ষায় বিনিয়োগ বৃদ্ধি করছে। গতানুগতিক শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছে।’

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ ১৯৭৫ সালে ডেমোগ্রাফি ডিভিডেন্ডের যুগে প্রবেশ করেছিল। ইতোমধ্যে আমরা তিন দশক পার করে ফেলেছি। সামরিকসহ বিভিন অপশাসনের কারণে এতোদিন আমরা সেই সুযোগ কাজে লাগাতে পারিনি। এখন সন্ত্রাস, জঙ্গিবাদ, যৌন হয়রানি, বাল্যবিবাহ, যৌতুক ও মাদকের সর্বনাশা ছোবল থেকে যুবসমাজকে বিরত রাখতে সমাজের সকলকে সজাগ থাকতে হবে ‘

সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ সরদার ফেরদৌস আহম্মেদের সভাপতিত্বে জেলা প্রশাসক হেলাল হোসেন, খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারীসহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উন্নয়ন উন্নয়নের মর্ম এমন ভাবে শিক্ষিত শিক্ষামন্ত্রী

বিজ্ঞাপন

মাদকের টাকার জন্য মা'কে খুন
২৩ নভেম্বর ২০২৪ ০৮:৫৭

আরো

সম্পর্কিত খবর