Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৫ ফেব্রুয়ারি সারাদেশে বিএনপি’র বিক্ষোভ মিছিল


৮ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৩৪

ঢাকা: আগামী ১৫ ফেব্রুয়ারি শনিবার সারাদেশে বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র পুনুরুদ্ধারের দাবিতে এ কর্মসূচি পালন করবে তারা।

শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচির ঘোষণা দেন।

এর আগে, দুপুর ২টায় সমাবেশের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চ থেকে দলের নেতারা বক্তব্য দেন। সমাবেশ পরিচালনা করেন বিএনপির প্রচার বিষয়ক সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী।

বিএনপির সমাবেশে কর্মী-সমর্থকদের ঢল

দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকলেও দুপুর ১২টার পর থেকেই নয়াপল্টন কার্যালয়ের সামনে আসতে শুরু করে বিএনপির নেতাকর্মী সমর্থকের। বিভিন্ন ইউনিটে ভাগ হয়ে খণ্ড, খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে যান তারা। তাদের হাতে ধানের শীষের রেপ্লিকা, ফেস্টু, খালেদা জিয়ার পোস্টারসহ প্রতিবাদী স্লোগান লেখা ব্যানার রয়েছে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে মুহূর্মুহূ স্লোগান দেন তারা।


সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বরচন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান বরকত উল্লা বুলু, মো. শাহজাহান ড. এজেড এম জাহিদ হোসেন, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, আমান উল্লাহ আমান, হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবীব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, শামা ওবায়েদ, সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব, সাধারণ সম্পাদক সুলতানান সালাউদ্দিন টুকু, ওলামা দলের সভাপতি শাহ নেছারুল হক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বারী বাবু, সাধারণ সম্পাদক আবদুল কাদির ভূঁইয়া জুয়েল, ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ অন্যরা।

বিজ্ঞাপন

বিএনপি বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর