Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীবাসীর আস্থা অর্জনই লক্ষ্য: ডিএমপি কমিশনার


৮ ফেব্রুয়ারি ২০২০ ১৮:১১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: নগরবাসীর আস্থা অর্জনই ডিএমপির একমাত্র লক্ষ্য বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার শফিকুল ইসলাম। শনিবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্সের (ডিএমপি) ৪৫ বছর পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি একথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ‘আমরা গত ৪ বছর ধরে চেষ্টা করেছি জনতার পুলিশ হতে। একজন পুলিশ সদস্যের বিশ্বাস ও ভালবাসার ওপরে কিছু পাওয়ার থাকে না। আমরা চেষ্টা করেছি রাজধানীবাসীর বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে। আর সেই লক্ষ্যেই আমাদের প্রত্যেকটি পুলিশ সদস্য কাজ করে যাচ্ছে।’

‘পুলিশ সম্পর্কে নেতিবাচক ধারণা বদলানো বড় চ্যালেঞ্জ’

এ সময় প্রধান অতিথির বক্তব্যে আইজিপি জাবেদ পাটোয়ারী বলেন, ‘ডিএমপি সদস্যরা ২৪ ঘণ্টা ৭ দিন কাজ করে যাচ্ছে। ঢাকা শহরকে নিরাপদ রাখতে। আমরা চেষ্টা করছি ঢাকার প্রত্যেকটি থানাকে বিশ্বাস ও আস্থার কেন্দ্রস্থল হিসেবে গড়ে তুলতে। আমরা চাই মানুষ সেবার জন্য থানায় আসবে, ফেরার সময় যেন হাসিমুখে ফিরে যায়।’

বিজ্ঞাপন

এসময় আইজিপি জাবেদ পাটোয়ারী ডিএমপির গৌরবময় সেবার ৪৫ বছর উপলক্ষে র‍্যালী উদ্বোধন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে রাজারবাগ পুলিশ লাইনে গিয়ে র‍্যালিটি শেষ হয়।

৪৫ বছর পূর্তি ডিএমপি কমিশনার ডিএমপির একমাত্র লক্ষ্য