Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কোস্টগার্ডের হাতে ১২ ভারতীয় জেলে আটক


৯ ফেব্রুয়ারি ২০২০ ০৬:৩৮

মোংলা: বঙ্গোপসাগরের বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে মাছ শিকারের অভিযোগে একটি ফিশিং বোটসহ ১২ ভারতীয় জেলেকে আটক করেছে মোংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) ভোরে মংলা বন্দরের অদূরে বঙ্গোপসাগরের ফেয়ারওয়ে বয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় এফবি সুদীপসহ বিভিন্ন প্রজাতির মাছ, জাল ও দড়ি জব্দ করা হয়েছে। আটক জেলেদের বাড়ি ভারতের দক্ষিণ-চব্বিশ পরগোনা জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

বিজ্ঞাপন

মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, এফবি সুদীপ নামে একটি ফিসিং বোট নিয়ে ভারতীয় জেলেরা বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় ঢুকে মাছ ধরার সময় ওই এলাকায় টহলরত কোস্টগার্ড বাহিনীর সদস্যরা তাদের আটক করে। পরে তাদের মোংলা থানায় স্থানান্তর করা হয়।

মংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী জানান, আটকদের বিরুদ্ধে সামুদ্রিক মৎস্য অধ্যাদেশ ১৯৮৩ এর ২২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। আটক জেলেদের তাদের জেলহাজতে পাঠানোর হয়েছে।

প্রসঙ্গত, ৬৪ জন ভারতীয় জেলে বাংলাদেশে কারা ভোগ করে সম্প্রতি দেশে ফিরে গেছে।

কোস্টগার্ড ভারতীয় জেলে আটক মোংলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর