Friday 18 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লোহা গলানোর সময় আগুনের ফুলকিতে ৭ শ্রমিক দগ্ধ


৯ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৩৩

ঢাকা: রাজধানীর কদমতলী থানাধীন একটি কারখানায় লোহা গলানোর সময় আগুনের ফুলকিতে সাতজন শ্রমিক দগ্ধ হয়েছেন।

রোববার ( ৯ ফেব্রুয়ারি) ভোর ৪টার দিকে কামাল স্টিল মিলস লিমিটেডে এই ঘটনা ঘটে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নেওয়া হয়।

দগ্ধ ৭ শ্রমিক হলেন রাসেল (৩২), রেদওয়ান (২৫), সিফাত (২৮), সোহাগ (২৬), বাবর (৩৫), দুলাল (২৭), সুজন (২৮)।

কারখানার সুপারভাইজার সনজিৎ মণ্ডল জানায়, তারা রাতে ডিউটি করছিলেন। কারখানায় সাতজন লোহা গলানোর কাজ করছিলেন। হঠাৎ আগুনের ফুলকি তাদের শরীরে লাগে। পরে তাদের বার্ন ইউনিটে নেওয়া হয়।

ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ এএসআই আব্দুল খান জানায়, দগ্ধ সাতজন রোগীকে চিকিৎসার জন্য ঢামেক হাসপাতাল বার্ন ইউনিটে আসে। এর মধ্যে বাবরের শরীরের ৬ শতাংশ দুলালেরর ১০ শতাংশ, ও সুজনের ১৯ শতাংশ দগ্ধ হয়েছে। তাদেরকে ভর্তি রাখা হয়েছে। বাকি চারজনের সামান্য দগ্ধ হয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

আগুন কারখানার শ্রমিক টপ নিউজ দগ্ধ লোহা গলানোর কারখানা