Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিআইজি মিজানের স্ত্রী-ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা


৯ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৫৩

ঢাকা: দুর্নীতির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া পুলিশের উপ-মহাপরিদর্শক মিজানুর রহমান মিজানের স্ত্রী সোহেলিয়া আনার রত্না ও ছোট ভাই মাহবুবুর রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ারা জারি করা হয়েছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশ এই পরোয়ানা জারি করেন।

এর আগে গত ৩০ জানুয়ারি সাবেক ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও মানি লন্ডারিং আইনের মামলায় চার্জশিট দাখিল করে দুদক। বাকি তিনজন হলেন ডিআইজি মিজানের স্ত্রী সোহেলিয়া আনার ওরফে রত্মা রহমান, ছোট ভাই মাহবুবুর রহমান ও ভাগ্নে মাহমুদুল হাসান ।

ডিআইজি মিজান ও বাছিরের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ

রোববার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কে এম ইমরুল কায়েশের আদালতে চার্জশিটটি উপস্থাপন করা হয়। আদালত চারজনের বিরুদ্ধে চার্জশিট গ্রহণ করেন। এরপর  সোহেলিয়া আনার রত্না ও মাহবুবুর রহমান পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

আগামী ৩ মার্চ গ্রেফতারি সংক্রান্ত তামিল প্রতিবেদনের তারিখও ধার্য করেন আদালত।

২০১৯ সালের ২৪ জুন দুদকের সমন্বিত জেলা কার্যালয়ে (ঢাকা-১) দুদকের পরিচালক মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে ডিআইজি মিজানসহ চারজনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামিদের বিরুদ্ধে ৩ কোটি ২৮ লাখ ৬৮ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও ৩ কোটি ৭ লাখ ৫ হাজার টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়।

 

 

গ্রেফতারি পরোয়ানা ডিআইজি মিজান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর