Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টিঅ্যান্ডটি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের ত্রাণ দিলো ডিএনসিসি


৯ ফেব্রুয়ারি ২০২০ ১৯:২৮

ঢাকা: বনানীর টিঅ্যান্ডটি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও কম্বল বিতরণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্তদের মাঝে ডিএনসিসির পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেন প্যানেল মেয়র জামাল মোস্তফা। এ সময় ৪৭৫টি পরিবারকে ত্রাণ দেওয়া হয়। প্রতিটি পরিবারকে ৫ হাজার টাকা ও ২টি করে কম্বল দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ত্রাণ বিতরণকালে অন্যান্যের মধ্যে- ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আবদুল হাই, সচিব রবীন্দ্র বড়ুয়া, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মীর নাহিদ আহসান, প্রধান রাজস্ব কর্মকর্তা মো. হামিদ মিয়া, ১৯নং ওয়ার্ড কাউন্সিলর মফিজুর রহমান, ২০নং ওয়ার্ড কাউন্সিলর মো. নাসির উপস্থিত ছিলেন।

টিঅ্যান্ডটি বস্তি বস্তিতে আগুন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর