Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকার অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন


১১ ফেব্রুয়ারি ২০২০ ০৯:৪০

মৌলভীবাজার: শ্রীমঙ্গল রেলস্টেশন এলাকা এবং প্ল্যাটফর্মসহ আশপাশের দোকানের প্রায় ৭০০ অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান শুরু করেছে রেলওয়ে বিদ্যুৎ বিভাগের লোকজন। গতকাল সোমবার (১১ ফেব্রুয়ারি) থেকে এই অভিযান শুরু করা হয়। সারাবাংলায় সংবাদ প্রকাশের পরই বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে এই অভিযান চালানো হচ্ছে।

শ্রীমঙ্গল স্টেশন মাস্টার মোহাম্মদ আফসার উদ্দিন সারাবাংলাকে বলেন, ‘গতকাল ঢাকা এবং আখাউড়া থেকে বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা এসে প্রায় ৮ ঘণ্টা ধরে অবৈধ বিদ্যুৎ লাইন বিচ্ছিন্নের কাজ করেছেন তবে ঠিক কি পরিমান লাইন বিচ্ছিন্ন করেছে এ বিষয়টি আমার জানা নেই। ’ সারাবাংলায় সংবাদ প্রকাশ হওয়ার পরই বিদ্যুৎ বিভাগের লোকের তাৎক্ষণিক এসে অবৈধ সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

রেলওয়ে পূর্বাঞ্চলীয় জোনের বিদ্যুৎ বিভাগের প্রধান প্রদীপ কুমার সাহা সারাবাংলাকে বলেন, ‘আমরা এধরণের খবর পেলেই উচ্ছেদ অভিযান পরিচালনা করি। এটা নিয়মিত অভিযান।

উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি ‘রেলওয়ে বিদ্যুৎ বিভাগ কর্মচারীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ’ শিরোনামে সারাবাংলায় সংবাদ প্রকাশ হয়।

অবৈধ বিদ্যুৎ শ্রীমঙ্গল রেলস্টেশন