দিল্লি বিধানসভা নির্বাচন: ভোট গণনা চলছে, ধুঁকছে বিজেপি
১১ ফেব্রুয়ারি ২০২০ ১১:৫৮
ভারতের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) এই রিপোর্ট প্রকাশ হওয়া পর্যন্ত বিধানসভার ৭০ আসনের মধ্যে ৫৬ আসনে এগিয়ে আছে আম আদমি পার্টি (এএপি)। বাকি ১৪ আসনে ভোটসংখ্যায় এগিয়ে আছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। ২০২০ সালের বিধানসভা নির্বাচনে ত্রি পক্ষীয় লড়াই হলেও এখনও সাফল্যের মুখ দেখেনি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি)। খবর এনডিটিভি।
এর আগে, শনিবার (৮ ফেব্রুয়ারি) দিল্লি বিধানসভার নির্বাচন অনুষ্ঠিত হয়। ভারতের নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। পাঁচটি বুথফেরত জরিপ থেকে আম আদমি পার্টির (এএপি) ৫৬ আসন পাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছিল।
এদিকে, দিল্লি বিধানসভা নির্বাচনের ভোটার তালিকায় ১ কোটি ৪৭ লক্ষ ৮৬ হাজার ৩৮২ জন নিবন্ধিত হয়েছিলেন। মোট ভোটারের ৬১.৭৫ শতাংশ এই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করেছেন।
দিল্লির মতো গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে জিততে মরিয়া হয়ে উঠেছিল বিজেপি। দলের পক্ষে নির্বাচনি প্রচারণায় অংশ নিয়েছিলেন নরেন্দ্র মোদি, অমিত শাহ্, যোগি আদিত্যনাথের মতো হেভিওয়েট নেতারা। বিভিন্ন নির্বাচনি এলাকায় তারা পাঁচ হাজারের অধিক নির্বাচনি সমাবেশ করেছেন। কিন্তু, ফলাফলে তার কোনো প্রভাব পড়েনি বলে বিশ্লেষকরা জানিয়েছেন।
অপরদিকে, জয়ের পথে থাকা আম আদমি পার্টির (এএপি) প্রধান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল নির্বাচনের ফলাফলে কারচুপির আশঙ্কা প্রকাশ করেছিলেন।
দিল্লি বিধানসভায় কংগ্রেসের কোনো সাফল্য না আসার ব্যাপারে দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ফল ঘোষণার শেষ মুহুর্ত পর্যন্ত অপেক্ষা করলে হয়তো হরিয়ানা নির্বাচনের মতো চমক পাওয়া যেতে পারে।
প্রসঙ্গত, ফেব্রুয়ারি মাসের ২২ তারিখে চলতি বিধানসভার মেয়াদ শেষ হওয়ার পর আজকের বিজয়ী দল দিল্লি রাজ্যসভায় অভিষিক্ত হবে।
আরও পড়ুন – নির্বাচনি জরিপ: দিল্লিতে হ্যাটট্রিক বিজয়ের পথে কেজরিওয়াল
আরও পড়ুন – কঠোর নিরাপত্তায় হচ্ছে দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট
আম আদমি পার্টি (এএপি) ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস (আইএনসি) দিল্লি বিধানসভা নির্বাচন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)