বিজ্ঞাপন

কঠোর নিরাপত্তায় হচ্ছে দিল্লির বিধানসভা নির্বাচনের ভোট

February 8, 2020 | 11:41 am

আন্তর্জাতিক ডেস্ক

নাগরিকত্ব আইনবিরোধী প্রতিবাদ ও শাহিনবাগে বিক্ষোভকে সামনে রেখে দিল্লিতে হচ্ছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ। এ উপলক্ষে রাজধানীজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। খবর এনডিটিভির।

বিজ্ঞাপন

স্থানীয় সময় শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়। ভোট চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এবারের নির্বাচনে দিল্লির শাসক দল আম-আদমি পার্টি, কেন্দ্রের ক্ষমতায় থাকা বিজেপি ও কংগ্রেসের মধ্যে ত্রিমুখী লড়াই হবে। দিল্লির ৭০ আসনের বিধানসভার জন্য মোট ৬৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কর্মকর্তা রণবীর সিংহ জানিয়েছেন, সর্বত্র কড়া নিরাপত্তা জারি রয়েছে। ভোটারদের ভোট দিতে কোনো সমস্যা হবে না। তবে শাহিনবাগ এলাকার আশেপাশের ভোটকেন্দ্রগুলোতে বাড়তি নজরদারিতে থাকবে বলে মন্তব্য করেন তিনি।

এদিকে সকালেই ভোট দিয়েছেন দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ও প্রেসিডেন্ট রাম নাথ কোবিন্দ।

বিজ্ঞাপন

এবারে মোট ভোটার সংখ্যা ১ কোটি ৪৭ লাখ ৮৬ হাজার ৩৮২ জন, মোট বুথ রয়েছে ১৩ হাজার ৭৫০টি। এছাড়া একটি করে অতিরিক্ত বুথ রয়েছে ২ হাজার ৬৮৯টি স্থানে। ভোটে থাকছে কিউআর কোডস এবং মোবাইল অ্যাপের মতো প্রযুক্তির ব্যবহার। আগামী ১০ ফেব্রুয়ারি ভোট গণনা শেষে ১৫ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনে ফল ঘোষণা করা হতে পারে।

সারাবাংলা/এনএইচ

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন