বিজ্ঞাপন

খুলনায় ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মাদরাসা সুপার গ্রেফতার

May 17, 2024 | 8:56 pm

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট

খুলনা: খুলনায় তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে (১০) শ্লীলতাহানির অভিযোগে এক মাদরাসার সুপারিন্ডেন্টকে গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

শুক্রবার (১৭ মে) দুপুরে নগরীর সোনাডাঙ্গা থানার সৈয়দ আলী হোসেন সড়কে বাড়ি থেকে মো. হাসিবুর রহমান হাসিবকে (৫৫) গ্রেফতার করা হয়।

গ্রেফতার হাসিবুর শহীদ শেখ আবু নাসের দাখিল মাদরাসার সুপারিন্ডেন্ট।

পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা জানান, ওই শিশু ও তার ভাই প্রতিরাতে হুজুরের বাড়িতে প্রাইভেট পড়তে যায়। বৃহস্পতিবার রাতে পড়তে গেলে হুজুর শিশুর ভাইকে ওজু করতে পাঠান। একা পেয়ে শিশুটির শ্লীলতাহানি করে। বাড়ি ফিরে শিশুটি কান্না করতে থাকে এবং একপর্যায়ে মাকে জানায়।

বিজ্ঞাপন

এ ঘটনায় রাতেই এলাকাবাসী ওই শিক্ষকের বাড়ির সামনে গিয়ে বিক্ষোভ করেন।

সোনাডাঙ্গা থানার এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা উত্তম কুমার মিত্র জানান, সকালে মাদরাসা সুপারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১০ ধারায় মামলা হয়েছে। দুপুরে নিজ বাড়ি থেকে আসামিকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে।

সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন, শ্লীলতাহানির ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে মাদরাসা সুপারের বিরুদ্ধে মামলা করেছেন। ভুক্তভোগী শিক্ষার্থী সোনাডাঙ্গা থানার ভিকটিম সাপোর্ট সেন্টারে রয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একে

Tags: , ,

বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন