Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্ষণের বিচারের দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ


১১ ফেব্রুয়ারি ২০২০ ১৩:২৮

ঢাকা: বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীর বোন ও বোনের বান্ধবীকে ধর্ষণের বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে তারা এই বিক্ষোভ সমাবেশ করে। তারা ধর্ষকের ফাসি দাবি করে।

গত ৮ ফেব্রুয়ারি কদমতলী থানার জুরাইনের একটি বাসায় কলেজ শিক্ষার্থীর বোন ও বোনের বান্ধবীকে ধর্ষণের ঘটনা ঘটে। ওইদিন রাত ১০টার দিকে তিন দুর্বৃত্ত মিলে জোরপূর্বক বাড়িতে ঢোকে। এই সময় দুই মেয়ের সঙ্গে আরো দুইজন ছিলে ছিল। দুর্বত্তরা ছেলে দুটিকে অন্য ঘরে আটকে রেখে মেয়ে দুটিকে ধর্ষণ করে।

এ ঘটনায় পরদিন কদমতলী থানায় শিক্ষার্থীর বোনের ভাবি মামলা করে। মামলায় সোহেল ব্যাপারি, রানা ব্যাপারি ও আক্তার আলী নামে তিনজনকে আসামি করা হয়। পরে (১০ ফেব্রুয়ারি) ঢাকা মেডিকেল কলেজের ওসিসিতে তাদের ভর্তি করা হয়।

ধর্ষণের বিচারের দাবিতে প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর