Thursday 24 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাছ থেকে বেল পাড়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা, আটক ৪


১১ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫৪ | আপডেট: ১১ ফেব্রুয়ারি ২০২০ ২২:০১

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলায় গাছ থেকে বেল পাড়াকে কেন্দ্র করে হালিমা বিবি (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনার সঙ্গে জড়িত চারজনকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (১১ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কালিকাপুর ইউনিয়নের শীলগ্রামে গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হালিমা বিবি উপজেলার শ্রীরামপুর গ্রামের মৃত ময়েজ উদ্দিনের স্ত্রী।

এ ঘটনায় আটকরা হলেন, শীলগ্রামের আবু সাইদের ছেলে হায়দার আলী (২৫) ও এমদাদুল হক (৪৫), স্ত্রী সায়েরা বিবি (৬০) এবং ছেলে হায়দারের স্ত্রী শাকিলা (২০)। ঘটনার পর থেকে আবু সাইদ পলাতক রয়েছেন।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিহতের লাশ উদ্ধারসহ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

নওগাঁ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর