Thursday 03 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কাপ্তাই লেকে ইঞ্জিনচালিত নৌকায় ছাদ ব্যবহারে নিষেধাজ্ঞা


১৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৮ | আপডেট: ১৪ ফেব্রুয়ারি ২০২০ ২২:৫৯
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাঙামাটি: নৌপথে ঝুঁকি ও দুর্ঘটনা এড়াতে রাঙামাটির কাপ্তাই হ্রদে চলাচলকারী সব ধরণের ট্যুরিস্ট বোটের ছাদ ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করেছে জেলা প্রশাসন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে কাপ্তাই হ্রদের সংঘঠিত দুর্ঘটনার পর বিকালে জেলা প্রশাসন কার্যালয়ে আয়োজিত এক জরুরি সভায় নিষেধাজ্ঞা জারি করেন জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশিদ।

এসময় তিনি হ্রদের চলাচলকারী অন্যান্য ইঞ্জিনচালিত বড় নৌকা ও লঞ্চের ফিটনেস চেকিং করতে বিআইডব্লিউটিএ’র কর্মকর্তাদের নির্দেশ দেন। পাশাপাশি ট্যুরিস্ট পুলিশকেও হ্রদের পর্যটকদের শৃঙ্খলা মানাতে কাজ করার আহ্বান জানান।

কাপ্তাই লেকে আনন্দ ভ্রমণ যেভাবে পরিণত হয় শোকে

জেলা প্রশাসক বলেন, ‘রাঙামাটি পর্যটন শহর। এ জেলায় দিনদিনই পর্যটকের সংখ্যা বাড়ছে। তন্মধ্যে কাপ্তাই হ্রদ হলো এ জেলার পর্যটনের মূল আকর্ষণ। পর্যটকরা মূলত এখানে এসে হ্রদেই ঘুরে বেড়ান। কিন্তু জনসচেনতার অভাবে মাঝে মাঝে দুর্ঘটনাও ঘটছে। তাই হ্রদে ফিটনেসবিহীন নৌযান চলাচল করতে পারবে না। পাশাপাশি আগামীকাল (শনিবার) থেকে হ্রদে কোনো ধরণের ট্যুরিস্ট বোটে ছাদের ব্যবস্থা থাকবে না।’

বিজ্ঞাপন

শনিবার সকাল থেকেই জেলা প্রশাসনের নির্বাহী ম্যজিস্ট্রেট জেলা শহরের চারটি বোটঘাট পরির্দশন করবেন বলেও জানান জেলা প্রশাসক। পরে তিনি রাঙামাটিতে পর্যটকবাহী বাস দুর্ঘটনায় নিহত হেলপার ও কাপ্তাই হ্রদে ডুবে নিহত ৫ জনের পরিবারকে নগদ ২০ হাজার টাকা করে এক লাখ ২০ হাজার টাকা বরাদ্দের ঘোষণা দেন।

কাপ্তাই লেক জেলা প্রশাসক নৌপথে ঝুঁকি