Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আমি ফেসবুকে প্রথম, মোদি দ্বিতীয়: ট্রাম্প


১৫ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৩১

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে জানিয়েছেন, ফেসবুকে জনপ্রিয়তায় তিনি ১ নম্বরে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২ এ। এমনটাই তথ্য দিয়েছেন ফেসবুক প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ। খবর এনডিটিভির।

আসন্ন ভারত সফরকে সামনে রেখে ট্রাম্প এমন মন্তব্য করলেন। ২৪ ও ২৫ ফেব্রুয়ারি সস্ত্রীক ভারত সফরে আসছেন এই মার্কিন প্রেসিডেন্ট। নয়া দিল্লি ও গুজরাটের আমেদাবাদ সফর করবেন তিনি। আমেদাবাদে উদ্বোধন করবেন বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম ।

বিজ্ঞাপন

ট্রাম্প টুইটে লেখেন, আমি মনে করি এটা বড় সম্মানের। সম্প্রতি মার্ক জাকারবার্গ জানিয়েছেন, ডোনাল্ড ট্রাম্প ফেসবুকে ১ নম্বরে। ভারতের প্রধানমন্ত্রী মোদি আছেন ২ নম্বরে। আসলে, আমি আগামী ২ সপ্তাহের মধ্যেই ভারতে যাচ্ছি। তাই এই সফরের জন্যে দিন গুনছি।

ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যচুক্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া, সন্ত্রাসবাদ দুদেশের অগ্রাধিকারমূলক বিষয়ে স্থান পাবেন।

এদিকে নরেন্দ্র মোদিও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সফরকে সামনে রেখে টুইট করেছেন। মোদি জানান, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গণতন্ত্র ও বহুত্ববাদের পক্ষে প্রতিশ্রুতিবদ্ধ। এই বিশেষ সফর ভারত-মার্কিন বন্ধুত্বকে আরও দৃঢ় করবে।

ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি ভারত মার্কিন যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর