Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কভিড-১৯: সিঙ্গাপুরে পঞ্চম বাংলাদেশি রোগী শনাক্ত


১৬ ফেব্রুয়ারি ২০২০ ০২:৪৯

সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়। ছবি-স্ট্রেইটসটাইমস

সিঙ্গাপুরে করোনাভাইরাসের কারণে সৃষ্ট কভিড-১৯ রোগে আবার এক বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে দেশটিতে পাঁচজন বাংলাদেশি এই রোগে আক্রান্ত হলেন। সিঙ্গাপুরে কভিড-১৯ রোগে শনিবার (১৫ ফেব্রুয়ারি) পর্যন্ত আক্রান্ত হয়েছেন মোট ৭২ জন। এক সংবাদ বিবৃতির মাধ্যমে এ খবর জানিয়েছে সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়।

এর আগে, সিঙ্গাপুরে চারজন বাংলাদেশি সিঙ্গাপুরে কভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল।

এদিকে, সিঙ্গাপুরের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ৬৯ নম্বর কেস হিসেবে একজন ২৬ বছর বয়সী বাংলাদেশিকে শনাক্ত করা হয়েছে। তিনি ওয়ার্কপাস নিয়ে সিঙ্গাপুরে কর্মরত ছিলেন। তিনি সেলেটার এরোস্পেস হাইটস কন্সট্রাকশন সাইটে কাজ করতেন। তার চীন ভ্রমণের কোনো ইতিহাস নেই। বর্তমানে তাকে আইসোলেশন সেন্টারে কোয়ারেনটাইন করে রাখা হয়েছে।

প্রসঙ্গত, সিঙ্গাপুর থেকে চীনের হুবেই প্রদেশে ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া চীন ভ্রমণেও নিরুৎসাহিত করা হচ্ছে। সেইসঙ্গে যারা চীন থেকে আসছেন তাদের নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে ও সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা করা হচ্ছে।

এরোস্পেস হাইটস কন্সট্রাকশন কভিড-১৯ করোনাভাইরাস সিঙ্গাপুর


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর