Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চসিক নির্বাচন ২৯ মার্চ, বগুড়া-১ ও যশোর-৬ উপনির্বাচনও একই দিনে


১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৭:০৫

ঢাকা: আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনের পাশাপাশি বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চসিক নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট নেওয়া হলেও দুই উপনির্বাচনে ভোট নেওয়া হবে ব্যালটের মাধ্যমে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে নির্বাচন কমিশন এই তিন নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব মো. আলমগীর এই তফসিল ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন দাখিলের শেষ সময় ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ মার্চ। ২ থেকে ৪ মার্চ পর্যন্ত প্রার্থীরা আপিল করতে পারবেন। এরপর ৮ মার্চ পর্যন্ত তারা প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এরপর ৯ মার্চ প্রতীক বরাদ্দ করা হবে চূড়ান্ত প্রার্থীদের মধ্যে। আর ২৯ মার্চ সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এর আগে, ২০১৫ সালের ২৮ এপ্রিল চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এ সিটির মেয়াদ শেষ হবে ২০২০ সালের ৫ আগস্ট। নির্বাচনি আইন অনুযায়ী, ৫ আগস্টের আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে।

এদিকে, গত ১৮ জানুয়ারি বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের সংসদ সদস্য আব্দুল মান্নান ও সবশেষ ২১ জানুয়ারি যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ইসমাত আরা সাদেক মারা গেলে তাদের সংসদীয় আসন শূন্য ঘোষণা করা হয়।

আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত

আজ চসিক নির্বাচন এবং বগুড়া-১ ও যশোর-৬ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হলেও এই তিন নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ তাদের প্রার্থী চূড়ান্ত করেছে গতকাল শনিবার (১৫ ফেব্রুয়ারি)। দলীয় সভাপতি শেখ হাসিনার সভাপতিত্বে শনিবার সন্ধ্যায় দলের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই তিন প্রার্থী চূড়ান্ত করে আওয়ামী লীগ।

বিজ্ঞাপন

এর মধ্যে চসিক নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ঘোষণা করা হয়েছে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রেজাউল করিম চৌধুরীকে। অন্যদিকে বগুড়া-১ আসনে উপনির্বাচনে নৌকার প্রার্থী করা হয়েছে এই আসনের প্রয়াত সংসদ সদস্য আব্দুল মান্নানের স্ত্রী শাহাদারা মান্নান শিল্পীকে। আর যশোর-৬ আসনের উপনির্বাচনে নৌকা প্রতীকে শাহীন চাকলাদারের প্রার্থিতা ঘোষণা করা হয়েছে।

চসিক নির্বাচন নির্বাচন কমিশন

বিজ্ঞাপন

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর