Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাস্টার্স চূড়ান্ত পর্বে ভর্তির দাবিতে মানববন্ধন


১৭ ফেব্রুয়ারি ২০২০ ১৫:১১

ঢাকা: মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষায় তৃতীয় বিভাগ পাওয়া ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা চূড়ান্ত পর্বে ভর্তির দাবিতে মানববন্ধন করেছেন। সোমবার (১৭ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স প্রিলিমিনারী পরীক্ষায় তৃতীয় বিভাগ প্রাপ্ত ছাত্র-ছাত্রীরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘সম্প্রতি ২০১৬-১৭ শিক্ষাবর্ষে মাস্টার্স প্রিলিমিনারী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য (তৃতীয় বিভাগ) হওয়ার পরেও মাস্টার্স চূড়ান্ত পর্বে ভর্তির সুযোগ দেওয়া হচ্ছে না। কর্তৃপক্ষ বলছে শুধুমাত্র দ্বিতীয় বিভাগ পর্যন্ত কৃতকার্যরাই ভর্তির সুযোগ পাবে।’

তারা বলেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয় ১৯৯২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত মাস্টার্স প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলেই শিক্ষার্থীদের চূড়ান্ত পর্বে ভর্তির জন্য সুযোগ ছিল, কিন্তু এবার পূর্ব ঘোষণা ছাড়াই চূড়ান্ত পর্বে ভর্তির যোগ্যতা দ্বিতীয় বিভাগ করার তৃতীয় বিভাগ প্রাপ্ত হাজার হাজার শিক্ষার্থীর শিক্ষাজীবন হুমকিতে।’

মানববন্ধনে অংশ নিয়ে চট্টগ্রাম সরকারি কমার্স কলেজের শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, “সেশনজটের কারণে আমাদের শিক্ষাজীবন থেকে তিনটি বছর হারিয়ে গেছে। এরপর প্রিলিমিনারি পাস করার পরেও আমরা মাস্টার্স চূড়ান্ত পর্বে ভর্তি হতে পারছিনা। এবছর ভর্তি না হতে পারলে আমাদের জীবন থেকে দু’টি বছর হারিয়ে যাবে।”

তিনি আরও বলেন, ‘আমরা প্রিলিমিনারি পাশ করা তৃতীয় বিভাগ প্রাপ্ত শিক্ষার্থীরা জাতীয় বিশ্ববিদ্যালয়কে বিষয়টি অবহিত করার পরও ইতিবাচক কোনো সাড়া পাইনি। তাই অবিলম্বে আমাদের মাস্টার্স ভর্তির জন্য জোর দাবি জানাই। অন্যথায় আগামীতে কঠোর প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হবে।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন- মো. কামরুল, নবিরুল, সোহেল, মো. আইনুল হকসহ জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

জাতীয় বিশ্ববিদ্যালয় তৃতীয় বিভাগ মাস্টার্স পরীক্ষা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর