পাকিস্তানে আত্মঘাতী হামলায় ২ পুলিশসহ ১০ জনের মৃত্যু
১৭ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৩ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২০ ২১:৪৫
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ জন মারা গেছেন। হামলায় নিহতদের মধ্যে দু’জন পুলিশ সদস্য বলে নিশ্চিত করেছেন সিনিয়র এক পুলিশ কর্মকর্তা।
কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, সোমবার (১৭ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণপশ্চিমে বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটাতে এ হামলার ঘটনা ঘটে।
সিভিল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে তাদের কাছে ১০টি মরদেহ পৌঁছেছে। এছাড়া আহত অন্তত ৩৫ জন সেখানে চিকিৎসা নিচ্ছেন।
কোয়েটা পুলিশ প্রধান আব্দুল রাজ্জাক চিমা গণমাধ্যমকে বলেন, আত্মঘাতী বোমা হামলাকারী একটি ধর্মীয় গ্রুপের সমাবেশে হামলা চালাতে চেয়েছিল। কিন্তু পুলিশ তাকে থামালে পরে সেখানেই সে বিস্ফোরণ ঘটনায়।
গত মাসে কোয়েটাতে মাগরিবের নামাজের সময় একটি মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটেছিল। ওই সময় প্রাণহানি হয়েছিল ১৩ জনের।