মহাখালীতে গুলি করে ঠিকাদার হত্যা
২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১২:৫৯ | আপডেট: ২৯ অক্টোবর ২০১৮ ১৭:১০
মেডিকেল করেসপন্ডেন্ট
রাজধানীর মহাখালী দক্ষিণপাড়া জামে মসজিদের সামনে থেকে নাসির কাজি (৪৫) নামে এক ঠিকাদারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃৃত্তরা। কে বা কারা গুলি করে হত্যা করেছে তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে।
ওই ঠিকাদারের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
নিহত নাসিরের ছোট ভাই আল- ইমরান জানান, সকালে পুলিশের মাধ্যমে খবর পেয়ে তারা থানায় আসেন। তার ভাই টাইলসের ঠিকাদার ছিলেন। মহাখালী জামে মসজিদে টাইলস লাগানোর কাজ করছিলেন তিনি।
‘কে বা কারা আমার ভাইকে গুলি করে মেরেছে তা জানি না।’
নাসির বলেন, ‘২০০৪ সালে গোসাইরহাট উপজেলার ইঁদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান বিএম খালেক হত্যার আসামি ছিল আমার ভাই। পরে তিনি জামিনে বের হন।’
‘মাঝে মধ্যে অজ্ঞাত পরিচয় ব্যক্তিরা ফোনে আমার ভাইকে হুমকি দিতেন’ বলেন আল-ইমরান।
নাসির কাজির বাড়ি শরিয়তপুর জেলার গোসাইরহাট উপজেলায়। দক্ষিণখান আজমপুর মুক্তিযোদ্ধা রোডের এক বাসায় স্ত্রী সেলিনা আক্তার ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন নাসির।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি অপারেশন) সায়হান ওয়ালিউল্লাহ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। চাঁদাবাজি ও পূর্ব শত্রুতাসহ বিভিন্ন বিষয়সহ নিয়ে এ হত্যাকাণ্ডের তদন্ত চলছে।
সারাবাংলা/টিএম/একে