Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিরিয়ায় এক মাসের যুদ্ধবিরতির সিদ্ধান্ত


২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৩:১২

আন্তর্জাতিক ডেস্ক

সিরিয়ার ৩০ দিনের যুদ্ধবিরতির পক্ষে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে আটকে পড়া মানুষদের কাছে সাহায্য ও চিকিৎসা সেবা পৌঁছে দিতেই নিরাপত্তা পরিষদ শনিবার সর্বসম্মতভাবে এ সিদ্ধান্তে পৌঁছেছে।

বৈঠকটি মূলত শুক্রবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

তবে রাশিয়া এবং নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে মতানৈক্যের ফলে নির্ধারিত সময়ের ২৪ ঘণ্টা পর শনিবার তারা এ সিদ্ধান্তে পৌঁছায়।

জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার সমালোচনা করে বলেন, ‘অনেক দেরিতে তারা আন্তর্জাতিক গোষ্ঠির সঙ্গে একমত হয়েছে।’

প্রস্তাবের কয়েকটি শব্দ ও দাঁড়ি-কমা বাদে খুব একটা পরিবর্তন হয়নি বলেও জানান তিনি।

জাতিসংঘের প্রধানকার্যালয় থেকে আল জাজিরার কূটনৈতিক প্রতিবেদক জেমস বেইস বলেন, খসড়া প্রস্তাবে সিরিয়াতে তাৎক্ষণিক যুদ্ধবিরতির কথা থাকলে রাশিয়া তার বিরোধীতা করে।

তবে পাস হওয়া সিদ্ধান্তে অবিলম্বে যুদ্ধবিরতির কথা বলা হয়েছে।

সিরিয়াতে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার পর্যক্ষেণ সংস্থার মতে যুদ্ধ বিরতি প্রস্তাব পাস হওয়ার কিছুক্ষণ পরই সিরিয়ার সরকারি বাহিনী দেশটির পূর্ব ঘৌটাতে বিদ্রোহী অধ্যুষিত এলাকায় বিমান হামলা চালিয়েছে।

 

সারাবাংলা/এমআই

 

বিজ্ঞাপন
সর্বশেষ

কোস্ট গার্ডের নতুন ডিজি জিয়াউল হক
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩২

সম্পর্কিত খবর