Wednesday 09 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার ইরানেও করোনায় আক্রান্ত রোগী শনাক্ত


১৯ ফেব্রুয়ারি ২০২০ ১৮:৫৭

কোডিভ-১৯ বা করোনাভাইরাস আক্রান্ত দুই ব্যক্তিকে শনাক্ত করেছে ইরান। দেশটির সরকারের মুখপাত্র আলি রাবিয়েই বুধবার এক টুইটে জানিয়েছেন, কোম শহরে প্রাথমিক পরীক্ষায় দুই ব্যক্তি করোনাভাইরাস আক্রান্ত বলে নিশ্চিত হওয়া গেছে।  খবর রয়টার্স।

এর আগে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ওই দুই ব্যক্তিকে আইসোলেশনে রাখা হয়েছিল।

রাইবেই আক্রান্ত দুই ব্যক্তির জাতীয়তা প্রকাশ না করলেও কিছু রিপোর্টে বলা হচ্ছে তারা ইরানের নাগরিক।

বুধবার পর্যন্ত করোনা আক্রান্ত প্রাণহানির সংখ্যা চীনে ২ হাজার ছাড়িয়েছে।

প্রসঙ্গত, গেল বছর ৩১ ডিসেম্বর করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে।  এরপর পৃথিবীর তিন মহাদেশের ৩০ দেশে এই ভাইরাস ছড়িয়ে পড়ে।  চীন ছাড়া এ পর্যন্ত হংকং, তাইওয়ান, জাপান ও ফিলিপাইনে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটেছে।

করোনা করোনাভাইরাস কোভিড-১৯

বিজ্ঞাপন

ফিরছে শাহরুখ-সানি জুটি
৯ এপ্রিল ২০২৫ ১৮:৩৩

আরো

সম্পর্কিত খবর