Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে সড়ক দুর্ঘটনা, ১৯ জনের মৃত্যু


২০ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১২

ভারতের দক্ষিণাঞ্চলে এক সড়ক দুর্ঘটনায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। কন্টেইনারবাহী একটি ট্রাক থেকে কন্টেইনার পিছলে একটি যাত্রীবাহী বাসের ওপর পড়লে এই দুর্ঘটনা ঘটে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) স্থানীয় সময় ভোর চারটায় এই দুর্ঘটনা ঘটে। ভারতের সরকারি কর্মকর্তাদের বরাতে এ খবর জানিয়েছে বিবিসি।

সরকারি সূত্রে জানানো হয়েছে, কন্টেইনারবাহী ট্রাকটির এক চাকা পাংচার হয়ে যাওয়ার পর এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনার ব্যাপারে তদন্ত করছে স্থানীয় পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই বাসে ৪৮ জন আরোহী ছিলেন। যার মধ্যে কয়েকজনের অবস্থা আশংকাজনক।

বিজ্ঞাপন

এদিকে, সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, কেরালা রাজ্যের পরিবহন করপোরেশনের মালিকানাধীন একটি ভলভো বাস কর্ণাটকের বেঙ্গালুরু থেকে কেরালার ইরনাকুলামে যাচ্ছিল। মাঝপথে চাকা পাংচার হয়ে বিপরীত দিকে দাঁড়িয়ে ছিল ওই কন্টেইনারবাহী ট্রাক। বাসটি কাছাকাছি আসতেই একটি কন্টেইনার বিপরীত দিক থেকে এসে ওই বাসকে আঘাত করে। পরে, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে দুর্ঘটনা ঘটে।

এ ব্যাপারে ডিস্ট্রিক্ট কালেক্টর ড. বিজয় কার্তিকেয়ান বিবিসিকে জানিয়েছেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।

টপ নিউজ ভারত মৃত্যু সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর