সমন্বিত ভর্তি পরীক্ষায় যাচ্ছে না বুয়েট
২০ ফেব্রুয়ারি ২০২০ ২০:৫০
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) কেন্দ্রীয় ভর্তি পরীক্ষায় এখনই সম্মত নয় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রকৌশল বিষয়ে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানটি আগের মতোই স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বুয়েটের অ্যাকাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বুয়েটের ছাত্র কল্যাণ পরিচালক ও অ্যাকাডেমিক কাউন্সিলের সদস্য অধ্যাপক ড. মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
ড. মিজানুর বলেন, বুয়েট দীর্ঘদিন ধরেই যে পদ্ধতিতে পরীক্ষা নিয়ে আসছে, সেভাবেই পরীক্ষা নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে।
সমন্বিত ভর্তি পরীক্ষার বিষয়ে তিনি বলেন, আমরা সমন্বিত ভর্তি পরীক্ষার বিপক্ষে নই। তবে আমরা আমাদের নিয়মেই শিক্ষার্থী ভর্তি নেব।
গত ১২ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) অনুষ্ঠিত এক সভায় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা সেদিন বৈঠকে উপস্থিত থাকলেও কেন্দ্রীয়ভাবে ভর্তি পরীক্ষার বিষয়ে তারা তাদের সিদ্ধান্তের কথা জানাননি।
তবে বিশ্ববিদ্যালয়গুলোর অ্যাকাডেমিক সভার সিদ্ধান্ত অনুযায়ী তারা নিজেদের অবস্থান জানাবেন বলে ওই সভায় জানানো হয়। অবশেষে, প্রথমবারের মতো সমন্বিত ভর্তি পরীক্ষায় না যাওয়ার বিষয়ে অবস্থান পরিষ্কার করল বুয়েট।