Wednesday 07 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজীপুরে তুলার গোডাউনের আগুন নিয়ন্ত্রণে


২২ ফেব্রুয়ারি ২০২০ ১৬:০১

গাজীপুর: টঙ্গীর মিলগেট এলাকা তুলার গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে তিন ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

টঙ্গী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান জানান, দুপুরে মিলগেট এলাকায় একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তে আগুন পাশের আও কয়েকটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের আটটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নেভানোর কাজে যোগ দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

বিজ্ঞাপন

তাৎক্ষণিক আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

তুলার গোডাউনে আগুন ফায়ার সার্ভিস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর