চীনে কমলেও সংক্রমণ বেড়েছে দ. কোরিয়া, ইতালি ও ইরানে
২২ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১২ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২০ ১৭:১৬
চীনে কোভিড-১৯ বা করোনাভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যু ও নতুন সংক্রমণের সংখ্যা কমেছে। তবে, দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানে আক্রান্তের সংখ্যা বেড়েছে। বিশ্বের বিভিন্ন স্থানে সংক্রমণ বেড়ে যাওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা উদ্বেগ জানিয়ে বলেছে, সংক্রমণ নিয়ন্ত্রণে আনার সময় ক্রমেই ফুরিয়ে যাচ্ছে। খবর রয়টার্স, এপি ও আল জাজিরা।
চীনের মূল ভূখণ্ডে শুক্রবার নতুন আক্রান্তের সংখ্যা ছিল ৩৯৭ জন। আগের দিনের (৮৮৯) তুলনায় যা অনেক কম। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী নতুন আক্রান্তের বেশিরভাগই হুবেই প্রদেশে, যেখান থেকে প্রাণঘাতী এ ভাইরাসটি সারাবিশ্বে ছড়িয়ে পড়েছে।
ওদিকে, চীনে সংক্রমণের নতুন সংখ্যা কমলেও, দক্ষিণ কোরিয়ায় ১৪২ জন নতুন আক্রান্ত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা এখন ৩৪৬।
ইতালিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে দুজন মারা গেছেন। স্থানীয় সংবাদ সংস্থা আনসা জানিয়েছে, দেশটির উত্তরে কমপক্ষে ৩০ জন আক্রান্তের হয়েছে। এর মধ্যে দুজন মারা গেছেন। ৭৭ বছর বয়সী এক পুরুষ মারা যাওয়ার কয়েক ঘণ্টার ব্যবধানে মিলানের লোম্বার্ডিতে এক নারী নিবাসী মারা যান। ইতালিতে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এটাই প্রথম প্রাণহানির ঘটনা। ইতালির উত্তরের ১০টি শহরে কর্তৃপক্ষ স্কুল, বার এবং অন্যান্য পাবলিক প্লেস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।
জাপানে শনিবার নতুন চারজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে একজন স্কুলের শিক্ষক।
ইরানের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন আরও ১০ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন একজন। এ নিয়ে দেশটিতে শনিবার পর্যন্ত মোটা আক্রান্তের সংখ্যা ২৮ এবং মোট মৃত্যুর সংখ্যা পাঁচ।
সংক্রমণ শনাক্ত হওয়া নতুন দেশগুলোর মধ্যে শুক্রবার যোগ হয়েছে লেবানন ও ইসরাইল।
নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের যাদের ক্ষেত্রে চীনে সাম্প্রতিক যাত্রা বা দেশটির সঙ্গে কোনোরকম যোগসূত্র নেই, সেগুলো নিয়ে সবথেকে বেশি উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির মহাপরিচালক তেদ্রোস আধানোম ঘেব্রেয়েসাস বলেন, ‘এখনো এটা নিয়ন্ত্রণ করার সুযোগ আছে। আর সেটা করতে না পারলে বড় ধরণের সমস্যার সম্মুখীন হতে হবে।’
কোন দেশে আক্রান্ত কত
শনিবার পর্যন্ত পাওয়া বিভিন্ন দেশের স্বাস্থ্য কর্তৃপক্ষের তরফে পাওয়া তথ্য অনুযায়ী গোটা বিশ্বে এখন করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা ৭৮ হাজারের কাছাকাছি। এখানে দেশভিত্তিক আক্রান্ত রোগী ও মৃত্যুর সংখ্যা তুলে ধরা হলো:
- চীন: আক্রান্ত ৭৬ হাজার ২৮৮, মৃত্যু ২৩৪৫ (বেশিরভাগই হুবেই প্রদেশে)
- হংকং: আক্রান্ত ৬৯, মৃত্যু ২
- ম্যাকাও: ১০
- জাপান: আক্রান্ত ৭৫৪, এর মধ্যে ৬৩৪ জনই ইয়োকোহামায় নোঙর করা প্রমোদ তরী থেকে, মৃত্যু ৩
- দক্ষিণ কোরিয়া: ৩৪৬, মৃত্যু ২
- সিঙ্গাপুর: ৮৬
- যুক্তরাষ্ট্র: আক্রান্ত ৩৫, পৃথকভাবে চীনে একজন মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে
- থাইল্যান্ড: ৩৫
- ইরান: আক্রান্ত ২৮, মৃত্যু ৫
- তাইওয়ান: আক্রান্ত ২৬, মৃত্যু ১
- অস্ট্রেলিয়া: ২৩
- মালয়েশিয়া: ২২
- ইটালি: আক্রান্ত ১৯, মৃত্যু ১
- ভিয়েতনাম: ১৬
- জার্মানি: ১৬
- ফ্রান্স: আক্রান্ত ১২, মৃত্যু ১
- সংযুক্ত আরব আমিরাত: ১১
- যুক্তরাজ্য: ৯
- কানাডা: ৯
- ফিলিপাইন: আক্রান্ত ৩, মৃত্যু ১
- ভারত: ৩
- রাশিয়া: ২
- স্পেন: ২
- লেবানন: ১
- ইসরাইল:১
- বেলজিয়াম: ১
- নেপাল: ১
- শ্রীলংকা: ১
- সুইডেন: ১
- কম্বোডিয়া: ১
- ফিনল্যান্ড: ১
- মিশর: ১