Tuesday 10 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইবিতে বিশ্ব স্কাউটস দিবস উদযাপন


২২ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৫০

ইবি: নানা আয়োজনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিশ্ব স্কাউটস দিবস পালিত হয়েছে। স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষে শনিবার (২২ ফেব্রুয়ারি) ইবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবস উপলক্ষ্যে সকালে ইবি রোভার স্কাউট ডেন থেকে র‍্যালি বের হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্কাউট ডেনে এসে শেষ হয়। পরে স্কাউট ডেনে স্কাউট আন্দোলনের প্রতিষ্ঠাতা লর্ড ব্যাডেন পাওয়েল এর জন্মবার্ষিকী ও বিশ্ব স্কাউটস দিবস উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউটস গ্রুপের ইউনিট কাউন্সিলের সভাপতি মো. আখতার হোসেন আজাদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন- ইবি রোভার স্কাউটের সম্পাদক অধ্যাপক ড. রুহুল কে এম আবু সালেহ, রোভার স্কাউট লিডার অধ্যাপক ড. মো. কামরুল হাসান, অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মুসা হাশেমীসহ রোভার স্কাউট সদস্যরা।

উল্লেখ্য, বাংলাদেশসহ বিশ্বের প্রায় সব দেশগুলোতে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে। ১৮৫৭ সালের এই দিনে স্কাউটিং আন্দোলনের প্রবক্তা লর্ড ব্যাডেন পাওয়েল জন্মগ্রহণ করেন। তারই হাত ধরে ১৯০৭ খ্রিস্টাব্দে স্কাউটিং আন্দোলন শুরু হয়েছিল।

ইসলামী বিশ্ববিদ্যালয় স্কাউটস দিবস


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর