বিয়ের কার্ড দিতে যাওয়ার পথে কনের মৃত্যু
২২ ফেব্রুয়ারি ২০২০ ১৯:৫০
নোয়াখালী: আগামী বুধবার (২৬ ফেব্রুয়ারি) ছিল সুবর্ণচর দক্ষিণ পূর্ব চরলক্ষ্মী আশ্রয়ণ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা তাসলিমা আক্তার (২৬) এর বিয়ে। সেই বিয়ের দাওয়াত দিতে কার্ড নিয়ে যাচ্ছিলেন পাশের একটি স্কুলে।
কিন্তু সব স্বপ্নকে মুছে দিয়েছে দুর্ঘটনা। যার আর চারদিন পরেই বৌ সাজার কথা ছিল, সেই তাসলিমাকে কাফনের কাপড় পরিয়ে কবরে নামানোর জন্য তৈরি করেছেন তার স্বজনরা।
শনিবার সকাল সাড়ে ১০ টার দিকে সুবর্ণচর উপজেলার ৮নং মোহাম্মদপুর ইউনিয়নের চৌরাস্তা এলাকায় এই দূর্ঘটনা ঘটে।
মোহাম্মদপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ জানান, আগামী বুধবার তাসলিমার বিয়ের দিন ধার্য ছিল। নিজের বিয়ের দাওয়াত কার্ড নিয়ে পাশের একটি স্কুলে দাওয়াত দেওয়ার জন্য বাড়ি থেকে সকালে বের হন তিনি। মামাতো ভাইয়ের সঙ্গে মোটরসাইকেলে রওনা দেন। চৌরাস্তা এলাকায় পৌঁছলে একটি কুকুরের সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগে, এতে ছিটকে মোটরসাইকেল থেকে পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
নিহত তাসলিমা আক্তার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামের মৃত আবদুর রহমানের মেয়ে।
চর জব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ উদ্দিন বলেন, কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।