Wednesday 02 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বামীর দেওয়া আগুনে অবশেষে মারা গেলেন অন্তঃসত্ত্বা পিংকি


২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৫:৪৬

ঝিনাইদহ: ঝিনাইদহে পারিবারিক বিরোধের জেরে স্বামীর দেওয়া আগুনে দগ্ধ হয়ে তিন মাসের অন্তঃসত্ত্বা এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পিংকি (২০) নামের ওই নারীর মৃত্যু হয়।

পিংকি ঝিনাইদহের নতুন হাটখোলা এলাকার মুন্না বিহারীর মেয়ে।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, শহরের আদর্শপাড়া এলাকার সাত্তার মন্ডলের ছেলে সৌরভ ও একই এলাকার মুন্না বিহারীরর মেয়ে পিংকি’র দুই মাস আগে বিয়ে করেন। তবে এর আগে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন পিংকি। তখন সৌরভ তাকে বিয়ে করতে রাজি না হলে মামলা করেন পিংকি। সেসময় পুলিশ তাকে গ্রেফতারও করে। পরে বিয়ের শর্তে সৌরভ মুক্তি পান। বিয়ের পর থেকেই তাদের মধ্যে বিরোধ চলছিল। একপর্যায়ে চলতি মাসের ১৬ তারিখে স্ত্রী পিংকির গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন সৌরভ। তখন গুরুতর অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতাল থেকে সেদিন রাতেই পিংকিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ছয়দিন চিকিসাধীন থাকার পর অবশেষে শনিবার রাতে তিনি মারা যান।

এ ঘটনায় সৌরভকে গ্রেফতার করা হয়েছে বলে জানান ওসি।

আগুনে পুড়ে মৃত্যু ঝিনাইদহে মৃত্যু স্বামীর দেওয়া আগুন