Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাইড বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করবেন না: শিক্ষামন্ত্রী


২৩ ফেব্রুয়ারি ২০২০ ১৬:২৩

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি শিক্ষকদের বলেছেন, ‘নোট বই ও গাইড বই কিনতে শিক্ষার্থীদের বাধ্য করবেন না। অহেতুক শিক্ষার্থীদের বইয়ের বোঝা বৃদ্ধি করবেন না। এটা অনৈতিক কাজ।’

রোববার (২৩ ফেব্রুয়ারি) সকালে সিলেটের ওসমানী নগরে প্রবাসী বালাগঞ্জ ওসমানীনগর এডুকেশন ট্রাস্টের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

শিক্ষার্থীদের কোচিং করতে বাধ্য না করতেও শিক্ষকদের প্রতি আহবান জানান দীপু মনি। তিনি বলেন, ‘শিক্ষকরা জাতি গড়ার কারিগর।’

ট্রাস্টের আহবায়ক রবীন পালের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুতফুর রহমান, বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস-সামাদ কায়েস চৌধুরী, সিলেট-২ আসনের সংসদ সদস্য মোকাব্বির খান সহ ট্রাস্টের সদস্যবৃন্দ।

রও পড়ুন: নোট-গাইড বই বন্ধে জেলা প্রশাসনের সহযোগিতা চান শিক্ষামন্ত্রী

মন্ত্রী শিক্ষার্থীদের উদ্যেশ্যে বলেন, ‘জিপিএ পাঁচ পাওয়ার চেয়ে ভাল মানুষ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভাল ছাত্র হওয়ার পাশাপাশি ভাল মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলবে।’

তিনি আরও বলেন, ‘প্রতি জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করার পরিকল্পনা রয়েছে সরকারের। সরকার শিক্ষিত বেকার তৈরি করতে চায় না তাই কারিগরি শিক্ষায় বিশেষ গুরুত্ব প্রদান করছে। ২০২১ সাল থেকে প্রত্যেকটি স্কুলে কারিগরি শিক্ষা চালু করা হবে।’

দীপু মনি বলেন, ‘প্রতি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল কলেজ প্রতিষ্ঠা করা হবে। এখন পর্যন্ত  ৬৪টি টেকনিক্যাল স্কুল ও কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে, ১০০টি নির্মাণাধীন রয়েছে এবং ৩২৯টি নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়েছে।’

বিজ্ঞাপন

নোট-গাইড বই শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর