Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে পরিত্যক্ত মাইন উদ্ধার


২৩ ফেব্রুয়ারি ২০২০ ২১:১১

হিলি: দিনাজপুরের হিলিতে বাড়ির খনন কাজের সময় মাটির নিচে থাকা একটি মাইন উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। রোববার (২৩ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় উপজেলার বোয়ালদাড়ের পুর্বপাড়া এলাকা থেকে মাইনটি উদ্ধার করা হয়।

মাইনটি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনী ফেলে গিয়েছিল বলে ধারণা পুলিশের।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল রাজ্জাক আকন্দ জানান, রোববার বিকেলে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নে একটি নতুন বাড়ির নির্মাণের কাজ করার সময় মাটি খুড়ঁতে গিয়ে মাটির নিচে থাকা ধাতব একটি বস্তু দেখতে পায় শ্রমিকরা। বোমা সদৃশ্য দেখে তারা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

দিনাজপুর মাইন উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর