Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সালমান শাহর মৃত্যু হত্যা না আত্মহত্যা— সোমবার জানাবে পিবিআই


২৩ ফেব্রুয়ারি ২০২০ ২২:১৮

ঢাকা: চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় অবশেষে তদন্ত প্রতিবেদন প্রস্তুত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ঢালিউডের জনপ্রিয় এই চিত্রনায়কের মৃত্যুর ঘটনাটি হত্যা না আত্মহত্যা— সে বিষয়টিই উঠে আসবে পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনে প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত জানাবে সংস্থাটি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে পিবিআইয়ের পুলিশ সুপার (এসপি) রিয়াজুল মাসুদ গণমাধ্যমে পাঠানো মোবাইল এসএমএসে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এসএমএসে বলা হয়েছে, সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে আগামীকাল (সোমবার) সকাল সাড়ে ১১টায়।

প্রতিবেদনে কী থাকছে— সে বিষয়ে জানতে পিবিআইয়ের একাধিক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলেও তারা মন্তব্য করতে রাজি হননি। বিস্তারিত জানতে সংবাদ সম্মেলন পর্যন্ত অপেক্ষা করতে বলেন তারা।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি চিত্রনায়ক সালমান শাহ’র মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে প্রতিবেদন প্রকাশ করে সারাবাংলা। পিবিআইয়ের একাধিক কর্মকর্তার বরাতে ওই প্রতিবেদনে বলা হয়, তাদের তদন্তে সালমান শাহকে হত্যার প্রমাণ মেলেনি

টপ নিউজ তদন্ত প্রতিবেদন পিবিআই সালমান শাহ সালমান শাহ’র মৃত্যু

বিজ্ঞাপন

খুলনায় যুবকের পেটে মিলল ইয়াবা
২২ নভেম্বর ২০২৪ ১২:০২

আরো

সম্পর্কিত খবর