মাদকের বিরুদ্ধে তথ্য অভিযান চালাব: তথ্য প্রতিমন্ত্রী
২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:০৬ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০১৮ ১৮:৪৭
স্পেশাল করেসপন্ডেন্ট
ঢাকা: তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, “মাদকের বিরুদ্ধে আমরা সর্বাত্মকভাব তথ্য অভিযান চালাব। এ লক্ষ্যে আগামী ১ মার্চ রাত ৮টা ৫০ মিনিটে সকল টেলিভিশন ও রেডিওতে ‘জীবনকে ভালবাসুন, মাদক থেকে দূরে থাকুন’ শ্লোগানটি একযোগে সকল ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচার করা হবে। ইতোমধ্যে সব মিডিয়ায় এই সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে।”
তথ্য অধিদফতরে রোববার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, ‘মাদক নির্মূলে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে। আমরা তথ্যের মাধ্যমে মাদকের বিষয়ে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে পারি।’
তিনি বলেন, ‘২০১১ সালে মাদক সংক্রান্ত মামলা হয়েছিল ৩৭ হাজার ৩৯৫টি, আসামি ছিল ৪৭ হাজার ৪০৩ জন। ২০১৭ সালে মামলার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৬ হাজার ৫৩৬টি, আসামি হলেন, ১ লাখ ৩২ হাজান ৮৮৩ জন। এই তথ্যগুলো যদি আমরা প্রচার করি তাহলে মানুষ সচেতন হবে। মাদক বহন করা, মাদক বিক্রি করা ও কোনোভাবে মাদক পাচারে সহযোগিতা করা দণ্ডনীয় অপরাধ।’
তিনি আরও বলেন, ‘আমরা এর নাম দিয়েছি, মাদকের বিরুদ্ধে তথ্য অভিযান। তথ্য মন্ত্রণালয় থেকে আমরা তথ্য অভিযান করতে পারি। আমাদের সহযোগিতা করবে মাদক নিয়ন্ত্রণ অধিদফতর। আইনশৃঙ্খলার বিষয়টি তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয় দেখবে।’
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজটা করবে। আর তথ্য প্রদানের প্রয়োজনীয়তা যেটার রয়েছে, সেটা আমরা সরররাহ করব। আমরা প্রতিনিয়ত মাদকের মামলা ও শাস্তি সংক্রান্ত তথ্য প্রচার করব। তরুণপ্রজন্মকে মাদক থেকে দূরে রাখার জন্য সারাদেশে এই সচেতনতামূলক কর্মসূচি চালু করা হবে।
তারানা হালিম আরও বলেন, ‘পরবর্তীকালে আমাদের কর্মপরিকল্পনা হলো, সারাদেশে বিশেষ করে সীমান্তবর্তী এলাকায় মাদক সংক্রান্ত বিষয়ে কতগুলো মামলা হয়েছে, শাস্তি হয়েছে তা প্রচার করা। একইসঙ্গে মাদক রোধে পারিবারিকভাবে কতটা সহনশীলতার প্রয়োজন এবং তাদের পুনর্বাসন কীভাবে করা যায় সেগুলোও প্রচার করব। আমরা স্কুল কলেজে মাদক বিরোধী প্রচারণায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সংযুক্ত হব। শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখার জন্য তথ্য মন্ত্রণালয় থেকে তথ্য উপাত্ত দিয়ে সহযোগিতা করা হবে। যাতে তারা মাদক থেকে দূরে থাকে।
এ ছাড়াও আমরা কারাগারকেন্দ্রিক বিভিন্ন কর্মপরিকল্পনা গ্রহণ করেছি। সেখানে আমি নিজেও উপস্থিত থাকব। সেখানে বিভিন্ন ভিডিও চিত্র দেখাব এবং পাশাপাশি কাউন্সিলিংয়ের ব্যবস্থা করব।
সারাবাংলা/জিএস/আইজেকে