Wednesday 23 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুটি বইয়ের বিক্রি ও প্রকাশনা নিষিদ্ধ করল হাইকোর্ট


২৬ ফেব্রুয়ারি ২০২০ ১২:২৯ | আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০২০ ১৩:৩৯

ঢাকা: ‘নানীর বাণী’ ও ‘দি আরেফিন’ নামক দুটি বই প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করেছেন হাইকোর্ট।

বুধবার (২৬ ফেব্রুরারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।

ব্যক্তির চিন্তা ও ধর্মীয় স্বাধীনতায় আঘাত করা হয়েছে এমন দাবি করে বই দুটি নিষিদ্ধের দাবি জানিয়ে আদালতে আবেদন করেন সুপ্রিমকোর্টের আইনজীবী আজহার উল্লাহ ভূঁইয়া। পরে আদালত এ আদেশ দেন।

আইনজীবী আজহার উল্লাহ ভূঁইয়া জানান, বই দুটি মানুষের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তি স্বাধীনতায় আঘাত করেছে। আইনজীবীদের পক্ষে বিষয়টি আদালতের নজরে এনেছি। আদালত বিষয়টি আমলে নিয়ে আদেশ দেন। আদেশে বই দুইটির প্রকাশনা ও বিক্রি নিষিদ্ধ করেন। ২১-এ বইমেলা থেকে বই দুইটি সরিয়ে নিতে বাংলা একাডেমির ডিজিকে নির্দেশ দেয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র সচিব, ডিসি-এসপি ঢাকা ও নারায়ণগঞ্জকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান এ আইনজীবী।

লেখক দিয়ার্ষি আরাগের লেখা বই দুটি প্রকাশ করে ‘সৃষ্টিঘর’ প্রকাশনী।

বইমেলা হাইকোর্ট

বিজ্ঞাপন

জবিতে বিষয় পছন্দের সময় বাড়ল
২৩ এপ্রিল ২০২৫ ১৫:২৬

আরো

সম্পর্কিত খবর